গাধা একশো বছর বাঁচলেও সিংহ হয় না
বিশ্বজিৎ দাস খুনের সঙ্গে জড়িতদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের অভিযোগ,বিশ্বজিৎকে তাঁরা নন বিএনপি-জামায়াত-শিবির চক্র নির্মমভাবে খুন করেছে। খবর বাসসের।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের পক্ষে দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এই অভিযোগ করা হয়। এতে বলা হয়, যাঁদের ছবি বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়েছে, তাঁরা ছাত্রলীগের সঙ্গে জড়িত নন, এমনকি তাঁরা ছাত্রলীগের কর্মীও নন।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, পুরান ঢাকার পথচারী বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে ছাত্রলীগকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক এবং তথ্যনির্ভর নয়। গত কয়েক দিন বিএনপি-জামায়াত-শিবির চক্র লাশকে সাধুবাদ জানাচ্ছে। একের পর এক পুলিশ, পথচারী, ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে লাশ বানানোর চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় গত রোববার বাহাদুর শাহ পার্কের সামনে বিশ্বজিৎকে নির্মমভাবে আঘাতের মাধ্যমে হত্যা করে বিএনপি-জামায়াত-শিবির চক্র। তাঁরা দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে সনাতন ধর্মাবলম্বী বিশ্বজিৎকে বেছে নিয়েছে।
আর তাদের এই হত্যার দায় ছাত্রলীগের ওপর চাপানোর অপচেষ্টা চলছে।
সূত্রঃ প্রথম আলো
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।