আমাদের কথা খুঁজে নিন

   

পাইথন এর রাজ্যে সবাইকে স্বাগতম (পাইথন এ হাতেখড়ি)

পাইথন প্রোগ্রামিং ভাষা দিয়ে সব ধরনের প্রোগ্রামই করা যায়। আবার কেউ প্রোগ্রামিং শুরু করতে চাইলে পাইথনই আদর্শ। কম্পিউটার প্রতিদিনের পাঠকদের জন্য আজ থেকে থাকছে পাইথনের ধারাবাহিক প্রশিক্ষণ। আজ থাকছে প্রথম পর্ব। আমাদের অনেকেরই কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে আগ্রহ রয়েছে।

কিন্তু অনেক সময় দেখা যায়, জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাগুলো নতুনদের কাছে বেশ জটিল মনে হয়। এ কারণে আর বেশি দূর এগোনো হয় না। নতুনদের জন্য প্রোগ্রামিং শুরু করার একটি ভালো মাধ্যম হতে পারে পাইথন। সাধারণ যোগ-বিয়োগের প্রোগ্রাম থেকে শুরু করে মাল্টিমিডিয়া প্রোগ্রামিং—সবই সম্ভব পাইথনে। পাইথন একটি উচ্চ স্তরের এবং ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ভাষা।

সহজে বলতে গেলে, ধরুন, আপনি পাইথনে প্রোগ্রামিং সংকেত (কোড) লিখলেন। কোড যতটুকু পর্যন্ত সঠিক, ততটুকু পর্যন্ত তার কাজ করবে। অর্থাৎ, আউটপুট দেবে। সি কিংবা জাভার মতো পুরো কোডের কোনো জায়গায় সামান্য ভুলের জন্য পুরো আউটপুট একদম বন্ধ থাকবে না। এতে নতুন ব্যবহারকারীরা উৎসাহ পাবেন।

পাইথনের দুটি প্রধান সংস্করণ রয়েছে। একটি সংস্করণ ২, অপরটি ৩। পাইথন ২ এখনো চললেও নতুনদের জন্য পাইথন ৩ বেশি ব্যবহারের উপযোগী। তো, এখনই নামিয়ে ফেলুন আপনার কম্পিউটারের জন্য উপযুক্ত সংস্করণটি http://www.python.org/download ঠিকানার ওয়েবসাইট থেকে। ইনস্টল করার কাজটা একদমই সোজা।

ডিফল্ট অপশনগুলো সিলেক্ট করাই থাকে। ইনস্টলেশনের পর C:/Python33 ফোল্ডারে গিয়ে python.exe-এ দুই ক্লিক করুন। যদি অন্য কোনো ফোল্ডারে ইনস্টল করা হয়ে থাকে, তাহলে ওই ফোল্ডারে গিয়ে python.exe ফাইলে দুই ক্লিক করুন। তারপর লিখে ফেলুন print(“Welcome to Python”) এবং এন্টার করুন। নিচের লাইনে লেখা আসবে Welcome to Python।

ছোট আরেকটি লাইন লিখুন print(“First Line/nSecond Line”)। এন্টার করলে প্রথম লাইনে আসবে First Line এবং দ্বিতীয় লাইনে আসবে Second Line। দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে, লেখার আউটপুটের জন্য print এবং নতুন লাইনে আউটপুট চাইলে print-এর ভেতর /n ব্যবহার করা হচ্ছে। দৃষ্টি আকর্ষণ: তথ্যসূত্রে: প্রথম আলো। প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এ সম্পর্কিত ১৯ পর্বের ধারাবাহিক প্রতিবেদন দেখতে এখানে ক্লিক করতে পারেন ।

পরবর্তীতেও এটি আপডেট হতে থাকবে। তাই এ সম্পর্কে জানতে এই পেজটির সাথে থাকুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.