আমাদের কথা খুঁজে নিন

   

পাইথন শিখি: পাইথনে ডাটা টাইপ

এই পথে আলো জ্বেলে, এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে

আগের লেখা: পাইথনের সাথে কথোপকথোন প্রোগ্রাম কি? - কম্পিউটারকে দেয়া কিছু নির্দেশনা কম্পিউটার নির্দেশনা দিয়ে কি করবে? - কাজ করবে, সমস্যা সমধান করবে কম্পিউটার কি নিয়ে কাজ করবে? - ডাটা(Data) নিয়ে প্রোগ্রামিঙের একটি মৌলিক ভিত্তি হলো ডাটা। ডাটা নিয়ে আমাদেরকে বিভিন্ন কাজ করতে হবে। তাই বিভিন্ন ডাটা টাইপ নিয়ে আমাদের জানতে হবে। নিচের অনুচ্ছেদটি লক্ষ্য করুন: রুমী সকাল দশটা দশে পাই এর মান যে ৩.১৪ তা আবিষ্কার করলো ২২ কে ৭ দিয়ে ভাগ করার পর। এখানে দুই ধরণের ডাটা আছে।

সাধারণ অক্ষরযুক্ত আর গাণিতিক। গাণিতিক ডাটাকেও আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। পূর্ণ সংখ্যা আর দশমিক সংখ্যা। পাইথনে, সাধারণ অক্ষরযুক্ত ডাটা হলো string। পূর্ণ সংখ্যাকে বলে integer।

আর দশমিক সংখ্যাকে বলে float। তাহলে আমরা রুমীর আবিষ্কারকে বিশ্লেষণ করতে পারি। এখানে, string রুমী, সকাল, দশটা, দশ, পাই .... ইত্যাদি integer ২২, ৭ float ৩.১৪১৫৯ এখন আমরা পাইথনের একটা কমান্ড শিখবো। তা হলো type()। এর মাধ্যমে কোন ডাটা কোন টাইপের তা বোঝা যায়।

যেমন পাইথন শেলে যদি আমরা কাজ করি: >>> type('python') >>> type('123547') >>> type('1235.458') কাজ এখন বের করেন যে নিচের বাক্যে কোন ডাটার টাইপ কি: hello 2441139, is 1.24658 is a prime no? Do you no F16 is not a name of hydroplane?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.