আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুকের ভাইরাসযুক্ত পোস্ট এবং ভিডিও মুছে ফেলুন খুব সহজেই।

ফেইসবুক একাউন্ট হ্যাক করার জন্য হ্যাকাররা একেকবার একেক রকম কারসাজি তৈরি করে। এর মধ্যে সর্বশেষ যেটা তৈরি করা হয় সেটা হল ফেইসবুক ভাইরাস পোষ্ট। আপনি আপনার ওয়ালে পোষ্ট হওয়া এ ধরনের লিংকে ক্লিক করলেই আপনার এ্যাকাউন্ট থেকে আপনার বন্ধুদের প্রোফাইলে বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও লিংক শেয়ার হবে। আর এটিই হল ফেইসবুক পোষ্ট ভাইরাস। যারা ইতিমধ্যে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন, তারা এরই মধ্যে এটার তেজস্ক্রিয়তা সম্পর্কে বুঝতে পেরেছেন!এই ভাইরাসের কারণে অনেকেই অনেক প্রিয় বন্ধুকেও ফ্রেন্ড লিস্ট থেকে ব্লক/রিমোভ করেছেন।

অথচ আপনি আপনার যে বন্ধুকে ভুল বুজেছেন তিনি নিজেও জানেন না তার অপরাধ কি। আসুন এবার আমরা এই ঝামেলা থেকে মুক্তির পথ খুঁজি। কারণঃ মূলত এটি একটি এক্সটেনশন। আর এই এক্সটেনশনের কারণেই এই ভাইরাস আপনাকে আক্রোমন করে। এটির নাম হলঃ “YouTube Premium”।

এখন আপনার কাজ হল এই এক্সটেনশনটি মুছে ফেলা। এটি মুছে দিলেই আপনি মুক্ত হয়ে যাবেন, ইনশাআল্লাহ। আপনি যদি Google Chrome ইউজার হন তবেঃ- (1)Google Chrome প্রথমে ব্রাউজার ওপেন করুন। এবার Tools —> Extensions এ যান। এবার এখান থেকে “YouTube Premium” এক্সটেনশানটি মুছে ফেলুন।

ব্যস কাজ শেষ। এখন আপনি ভাইরাস মুক্ত। (2)Mozila Firefox যদি আপনি মজিলা ইউজার হন তবেঃ প্রথমে ব্রাউজার ওপেন করুন। এবার Tools —> Addons এ যান। এবার এখান থেকে “YouTube Premium” এক্সটেনশানটি মুছে ফেলুন।

ব্যস কাজ শেষ। এখন আপনি ভাইরাস মুক্ত। এবার ফুর্তি আনলিমিটেড। আপনি এখন ভাইরাস মুক্ত। এখন থেকে আপনি স্বাভাবিক ভাবেই আপনার বন্ধূর ওয়ালে ভিডিও শেয়ার করতে পারবেন।

অশ্লীল ভিডিও আর অটোমেটিক ভাবে টেগ হবেনা। হবেনা আর ভূল বুঝাবুঝিও। সুত্রঃ সংগ্রহীত ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।