আমাদের কথা খুঁজে নিন

   

আজকের মোবাইল কথনঃ এইচটিসি এইট এক্স

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   এই সপ্তাহে বাজারে এসেছে এইচটিসি এর উইন্ডোজ স্মার্টফোন এইট এক্স। সেটটি উইন্ডোজ ৮ এর মোবাইল ভার্শনে চলে এবং এইচটিসির উচ্চ বাজেটের সেটগুলোর ভিতর অন্যতম।

১৩০গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত মাত্র ১০.১মিলিমিটার। এতে আছে ৪.৩" ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, যা স্ক্রাচ প্রতিরোধক। সেটটি মোট ৫টি রঙ্গে বের হলেও আপাতত এখন শুধু কালো রঙটাতেই পাবেন। মোবাইলটি চালাতে থাকছে ১.৫গিগা হার্জ ডুয়েল কোর প্রসেসর, ১জিবি র‍্যাম এবং ১৬জিবি স্টোরেজ । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে না ফলে আপনি এর স্টোরেজ বর্ধিত করতে পারবেন না।

এতে আছে জিও ট্যাগিং ও টাচ ফোকাস ফিচার সহ এলইডি ফ্লাস যুক্ত ৮মেগাপিক্সেল ক্যামেরা, এবং ১০৮০পি ফুলএইচডি ভিডিও করার সুবিধা সহ। এছাড়া থাকছে ২.১মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এটা দিয়েও ফুল এইচডি ভিডিও করা যাবে। সেটটিতে আছে ১৮০০এমএএইচ ব্যাটারি যা আপনাকে দিবে প্রায় সাড়ে ৫ঘন্টা টকটাইম এবং একবার ফুল চার্জ দিয়ে আপনি ৩৫ঘন্টার অডিও চালাতে পারবেন। সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে।

এছাড়াও থাকছে এসএনএস এবং বিটস অডিও ফিচার। এত ফিচার সহ এইচটিসি এইট এক্স এর প্রাথমিক দাম পড়বে ৪৯,৫০০ টাকা। একদমই নতুন আসায় দাম প্রথম দিকে কিছুটা বেশি পড়বে, তবে কিছুদিনের ভিতরই দাম সহনীয় হয়ে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।