আমাদের কথা খুঁজে নিন

   

লড়াই করে শেষ আটে ফেদেরার

সেই ২০০৪ সাল থেকে কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের আগে বিদায় নেননি ফেদেরার। তবে রোববার রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়নের এই কীর্তি নষ্ট হওয়ার আশঙ্কা জেগেছিল। তৃতীয় সেট শেষে পিছিয়ে থাকা ফেদেরার অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে, পেশাদার টেনিস-জীবনের ৯০০তম জয় দিয়ে শেষ আটে পৌঁছে যান। টুর্নামেন্টের ২০০৯ সালের চ্যাম্পিয়নের কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ আরেক ফরাসী ষষ্ঠ বাছাই জো-উইলফ্রেড সঙ্গা। রোববার চতুর্থ রাউন্ডের বাকি দুই ম্যাচের বিজয়ী দুই স্প্যানিশ চতুর্থ বাছাই ডেভিড ফেরার ও ৩২তম বাছাই টমি রব্রেদো মুখোমুখি হবেন আরেক কোয়ার্টার ফাইনালে। ফেদেরারকে ঘাম ঝরাতে হলেও সেরেনা উইলিয়ামস জিতেছেন সহজেই। ইতালির পঞ্চদশ বাছাই রবার্তা ভিঞ্চিকে ৬-১, ৬-৩ গেমে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন মহিলাদের শীর্ষ বাছাই। টানা ২৮তম জয় পাওয়া সেরেনা শেষ আটে লড়বেন প্রতিযোগিতার সাবেক চ্যাম্পিয়ন ও র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর রাশিয়ার সোয়েৎলানা কুজনেৎসোভার বিপক্ষে। আরেক কোয়ার্টার ফাইনালে চতুর্থ বাছাই পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদওয়ান্সকার প্রতিপক্ষ পঞ্চম বাছাই ইতালির সারা এরানি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.