আমাদের কথা খুঁজে নিন

   

ডেস্কটপ এর ব্লগিয় আত্মকাহিনী

আমি ডেস্কটপ । সম্প্রতি নিজেকে যুগের সাথে আপগ্রেড করেছি । উইন্ডোজ ৮ চালাই এখন । উইন্ডোজ আপগ্রেড করলেও ড্রাইভ গুলা সেই পুরনো জিনিশেই ভরা । ডেস্কটপ কখনও বন্ধ হয় না , শুধু লোড শেডিং এর টাইমে কিছু রেস্ট দেই ।

ইলেক্ট্রিসিটি এবং ইন্টারনেট কানেকশন এই দুটি আমার লাইফলাইন । ইলেক্ট্রিসিটি না থাকলে আমি মৃত আর ইন্টারনেটবিহীন ইলেক্ট্রিসিটিতে আমি অর্ধজীবিত । মুভি দেখা , প্রচুর দেশি বিদেশি গান শোনা আর মাঝে মাঝে কোডিং করার চেষ্টা করে আমার অর্ধেক টাইম যায় । বাকি সময় যায় ঘুমে । সো বেসিক্যাললি আমার লাইফ এর দুইটা পার্ট ।

১২ ঘণ্টা চেয়ার-টেবিলে আর ১২ ঘণ্টা বিছানায় । এই দুই পার্ট এর ভিতরে অণুপরমাণু পরিমান যে সময়টা পাই সে সময় ভার্সিটি যাই । ভার্সিটি আমার জন্য জীবন্ত আতঙ্কের নাম । মাঝে মাঝে তো এমন স্বপ্নও দেখি - আমি ভার্সিটি যাচ্ছি , দারোয়ান রা হাতে বর্শা সাবল নিয়ে আমার দিকে পিশাচের মত হাসছে আর জল্লাদ স্যার ফাসির দড়ি নিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে । তখন হয়ত ঘুম ভেঙ্গে যায় - আবার ডেক্সটপ এর সামনে বসি আর ভুলেও ভার্সিটির নাম মাথায় আনি না ।

স্কুল আর কলেজ লাইফ এ হেলা ফেলা করার পর ও কিভাবে যেন ভাল ভাবে উতড়ে গিয়েছি কিন্তু এখন আর তেমন টা হয় না । সোনার কাঠি রুপার কাঠির মত আমার জীবন এখন নিয়ন্ত্রিত হয় ডেস্কটপ দিয়ে । আর ভাবি কে কার দাশ আমি ডেস্কটপের না ডেস্কটপ আমার ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.