আমাদের কথা খুঁজে নিন

   

খেলার খবরঃ রিয়াল মাদ্রিদ ১-২ সেল্টা ভিগো

নিজ ভাবনাটা আজ আমি হারিয়ে দেই...স্বপ্নটা আজ নীল আকাশ ছুঁই... কোপা ডেল রে'র সর্বশেষ ম্যাচটিতে হেরে গেছে তারকা সমৃদ্ধ রিয়াল মাদ্রিদ। তারা সেল্টা ভিগো'র কাছে পরাজিত হয়েছে ২-১ ব্যবধানে। সেই অর্থে সেল্টা ভিগো-তে ছিল না কোনো তারকা খেলোয়ার। অথচ রিয়াল এর পক্ষে ম্যাচটিতে মাঠে নেমেছিলেন রোনাল্ডো, ওজিল, ক্যাসিয়াস, খেদিরা, আলোনসো, বেনজেমা। এই আকষ্মিক পরাজয়ে রিয়াল মাদ্রিদ এর প্রেসিডেন্ট ফ্লোরিন্টিনো পেরেজ ক্ষোভ প্রকাশ করে বলেন- " রিয়াল মাদ্রিদ-এর খেলোয়ারদের মাঝে বার্সার খেলোয়ারদের অনুপ্রবেশ ঘটেছে।

তাদের কারণেই রিয়াল-এর এই পরাজয়"। ফ্লোরিন্টিনো পেরেজ-এর এই কথার পরিপ্রেক্ষিতে দেশ-বিদেশের সকল রিয়াল মাদ্রিদ-এর সমর্থকরা বিক্ষুদ্ধ হয়ে উঠেছে, ফুঁসে উঠেছে। সমর্থকেরা রিয়াল মাদ্রিদ টিম ম্যানেজমেন্টের সাথে জড়িত সকলের পদত্যাগ দাবী করছে। সমর্থকদের ভাষ্য -'রিয়াল মাদ্রিদ এর ভেতরে যখন বার্সার খেলোয়ারদের অনুপ্রবেশ ঘটছিল, তখন কি টিম ম্যানেজমেন্ট বসে বসে আংগুল চুষছিল?? এই অর্থব টিম ম্যানেজমেন্ট চাই না! মাদ্রিদবাসীর অন্ধ আবেগকে পুঁজি করে নিজ স্বার্থ হাসিল করার অধিকার কারো নেই! পুনশ্চঃ খেলার ফলাফল বাদ দিয়ে পুরো ঘটনাই কাল্পনিক। ফ্লোরিন্টিনো পেরেজ কখন-ই এরকম কিছু দাবী করেন নাই।

সমর্থকরাও এই রকম কোনো দাবী করেন নাই। আমাদের সমসাময়িক রাজনৈতিক ঘটনাবলী কিংবা রাজনৈতিক বয়ান এর সাথে এর কিছু অংশ মিলে গেলে তা নিতান্ত-ই কাকতাল মাত্র। রিয়াল মাদ্রিদ এর কল্পিত সমর্থকদের আর আপামর জনমানুষ কখনোই এক নয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.