আমাদের কথা খুঁজে নিন

   

ড্রিলিং রিগ -একটি চ্যালেঞ্জিং চাকুরী (JOB) করতে চান

হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই আপনি কি বিনা খরছে দেশ বিদেশ ঘুরতে পছন্দ করেন? আপনি কি বিদেশ অবস্থানকালীন সময় ৫ তারা হোটেল থাকতে ভালবাসেন? আপনি যেদেশেই যান না কেন আপনি ১ মাস পর পর দেশে আসবেন আপনার চাকুরীর contact এ ই এধরনের কথা লেখা থাকবে। আপনার salary আসবে foreign currency তে এবং Tax pay করতে হবে না কেমন মনে হচ্ছে এ ধরনের একটা চাকুরী? নুন্যত্ম salary ৫০০০ USD থেকে ১৫০০০ USD. কি পছন্দ হয়? তাহলে oil field এ একটা চাকুরী নিন। হ্যা oil field Job আপনাকে এই ধরনের সুবিধা দেবে।

একজন oil rigger ২৮ দিন কাজ করে ২৮ দিন ছুটি ভোগ করে এটা একরকম আলিখিত নিয়ম (কিছু ব্যতিক্রম ছারা)। on duty transport প্লেন অথবা হেলিকপ্টার। চলুন দেখি তেল বা গ্যাস এর জন্য কি ভাবে কুপ খনন করা হয় আমরা। যে সব oil company র নাম জানি যেমন Chevron, Cairns, Unocal, mobile, Texaco, Petronous র নাম জানি তাদের Parents Company বলা হয়। এরা আসলে সরকার এর সাথে একটা চুক্তি করে যাকে Production Sharing Contract (PSC)বলে।

আসলে যখন গত’ করা হয় তখন ছোটো ছোটো কিছু company আছে তারা Parents Company র সাথে চুক্তি করে গত’ (Well) র কাজ সম্পাদন করে। আরো সহজ ভাবে বললে একটা বাড়ী করার সময় যেমন রাজমিস্থী, কাঠ মিস্থী, electrician, আকি’টেক্ট, ছুতার লাগে তেমনি একটা well করতে contractor, mud logging, MWD, cementer, Casing, solid control, completion, LWD, wireline company লাগে। চলুন দেখি কে কি কাজ করে এবং আপনার academic background কোন টার সাথে খাপ খায় Contractor Comapany : আসলে ড্রিলিং করার জন্য যে রিগ লাগে তার মালিক এই contractor রা। কয়েক্ টি বড় বড় contractor company র নাম, Transocean Sedcoforex, Ensco, Deutag, ONGC ইত্যাদি। এখানে কাজ করার জন্য আপনাকে খুব বেশী পড়াসুনা ক রতে হবে নাহ শারিরীক ভাবে শক্তিশালী হতে হবে তবে Mechanical এর উপর ভাল জ্ঞান থাকলে আপনি অনেক দূর যেতে পারবেন।

এখানে একজনের প্রতিদিন এর বেতন বাংলাদেশি টাকায় ৪০০০০ টাকাও হতে পারে। Mud logging : যখন কূপ খনন করা হয় তখন মাড লগাররা সব কিছু monitoring করে। কূপ খনন করার স্ময় যে তেল গ্যাস আসে সবার আগে Mud logger রা তা detect করে। আমাদের দেশে মাগুরছড়া, টেংরাটিলায় যে আগুন লাগছে, এই আগুন যেন না লাগে সে সন্মধ্যে আভাস দেয়া ও Mud Logger দায়িত্ব। গবে’র ব্যাপার Bangladesh এর বেশ কিছু Super experienced mud logger পৃথিবীর বিভিন্ন দেশে সুনাম এর সাথে কাজ করছে।

এখানে কাজ করতে গেলে আপনাকে geology তে আবশ্যি degree থাকতে হবে। কয়েক্ টি বড় বড় mud logging company হল WFT SLS, DHI, Geoservice, Heliburton, Baker Huges. বেতন মাসিক ১৫০০-৯০০০ USD MWD: প্রায়ই কূপ মাটির নীচে সরাসরি লম্বা ভাবে হয় না, বিভিন্ন angle এ কুপ খনন হয়। যারা এই কাজের সাথে জড়িত তাদের MWD engineer বলা হয়। এ চাকুরী জন্য electrical or mechanical জ্ঞান থাকা বাঞ্চনীয়। কয়েক্ টি বড় বড় MWD company Schlumberger, Helibarton, Baker Atlas, Anadrill ইত্যাদি।

বেতন মাসিক ২৫০০-১৫০০০ USD Mud Engineer : কুপ খনন করার সময় যে তরল chemical লাগে তাকে Mud বলে ( এ ক্ষেত্রে tubewell খনন এর সময় গোবর পানি উদারন উপযুক্ত)। আর যে এই দায়িত্বে থাকে তাকে Mud engineer বলে। এ চাকুরীর জন্য chemical engineering এর উপর সাধারন জ্ঞান থাকা বাঞ্চনীয়। কয়েক্ টি বড় বড় Mud engineering company MI, Heliburton, Scoomy, Baker Atlas ইত্যাদি। বেতন মাসিক ৫০০০-১৫০০০ USD Wireline : কুপ খনন করার পর ভূ তাত্বিক অবস্থা জরিপ করার জন্য যে Tools নামান হয় তাকে wireline বলে।

যারা এটি চালনা করে তাদের wireline engineer বলে। এ চাকুরীর জন্য electrical or mechanical জ্ঞান থাকা বাঞ্চনীয়। কয়েক্ টি বড় বড় wireline company হল Schlumberger, Baker atlas, Heliburton ইত্যাদি। বেতন মাসিক ৫০০০-১৫০০০ USD Post অনেক বড় হল বিধায় আজ এই পয’ন্ত। Location : South China sea Rig : ENSCO-53 Client: PCB  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।