আমাদের কথা খুঁজে নিন

   

ড্রিলিং রিগঃ কিছু নিষিদ্ব ছবি, কিছু নিষিদ্ব তথ্য

হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই একটি সিমেন্ট ইউনিট এর অভ্যান্তরিন দৃশ্য। কেসিং রান করার পর এখান থেকে সিমেন্ট পাম্প করা হয়। যারা সিমেন্ট করে তাদের সিমেন্টার বলে।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দের ভাল সুযোগ আছে প্রতিটা রিগ এ স্যাটেলাইট যোগাযোগ ব্যাবস্থা থাকে। টেলিফোন, ইন্টারনেট এর পূন’ ব্যবস্থা। MWD (Measure while drilling ) ইউনিট এর আভ্যন্তরীন দৃশ্য এখান থেকেই ড্রিল পাইপ কত ডিগ্রী অ্যাঙ্গেল এ মুভ করবে। ড্রিল ফ্লোরঃ একটা রিগ এর সমস্ত কম’কান্ড এখান থেকে চলে। এখানে ড্রিল পাইপ ঢুকানোর চিত্র দেখান হল ড্রিল কন্সোলঃ এখান থেকেই সমস্ত ড্রিলিং মেশিনারী চালনা করা হয়।

Mud Logging Unit : এখান থেকেই ড্রিলিং চলা কালীন সময় সমস্ত মেশিনারী মনিটরিং করা হয়। Comapany man Office : রিগ এর সব্বো’চ্চ বস কে বলা হয় Company man (Parents company Representative) TV Room Medic Room: প্রতিটা রিগ এ স্বংয় স্বম্পুন’ মেডিকেল যন্ত্রপাতি থাকে। Accommodation Room: প্রতিটা রুম এ ২ জন থাকে। একজন ১২ ঘ্নটা করে ডিউটি করে। অন্যজন বিশ্রাম করে।

মেস রুমঃ একটা রিগ এ ৯০-১৩০ জন মানুষ (Expert 25/30 বাকীরা local crew) থাকে। প্রত্যেক এর খাবার এর জন্য কমপক্ষে ৭০ USD/day ( BDT ৫৬০০/ দিন) বরাদ্ব। কি নাই খাবার!!!!???? সব থাকে। উল্লেখ্য সমস্ত রিগ এ Hard Drinks strictly Prohibited. 0 Tollarence. হেলিকপ্টারে উঠার আগে Breating Test হয়। .05 Alcohol নিশ্বাসে থাকলে সে আর রিগ এ যেতে পারে না।

জিমনেসিয়াম থামা’ল কাভার অল। ঠান্ডায় Helicoper ফ্লাই এর আগে পড়তে হয়। হেলিকপ্টার এক মাত্র যানবাহন প্রতিটা দেশে নিয়ম হল সে দেশে যখন কোন কোম্পানী কাজ করতে যায় ওই দেশের কিছু Fresh লোকাল কে সংশ্লিষ্ট কোম্পানী তে নিয়োগ দিতে হয়। সেটা প্রথম বৎসর হয়ত ১৫%, দ্বিতীয় বৎসর ৫০%, তৃতীয় বৎসর ১০০%। মানে কি দারালো? মানে হল কোন দেশে যখন কোন oil company কাজ করতে যায় আমরা expart রা ওই দেশের local কে trained up করি তারপর ৩/৪ বৎসর পর ওরা নিজেরা স্বাবলম্ভী হলে আমরা চলে আসি।

এই ব্যাপারটা গত কয়েক বৎসর আমি আমার ভাসি’টির স্যার ডঃ হোসেন মনসুর (Chairman Petrobangla), ডঃ বদরুল ইমাম, ডঃ কামরুল ইসলাম কে বুজানোর অনেক চেস্টা করছি কিন্ত বুজাতে পারছি না। জানি না এটা কার ব্যাথ’তা আমার নাকি স্যারদের? ব্যাপারটা আসতে হবে সরকারের মাধ্যমে। বিদেশি oil company আসলে তাদের বাধ্য করতে হবে আমাদের ছেলেদের train up করতে। যেটা Thailand, Malaysia এমনকি Myanmar e হচ্ছে। আমার আগের drilling Rig এর ওপর পোস্ট গুলো দেবার পর অনেকেই জানতে চেয়েছে কি ভাবে এখানে Job পাওয়া যাবে? Click This Link পরের বৎসর অনেক বিদেশি oil company আসতেছে দেশে কাজ করার জন্য সরকার যদি এ ব্যাপারে কোন উদ্যেগ না নেয় PSC (Production sharing contract) তে জেনে রাখুন আপনাদের কোন দিন এই sector এ কাজ করা হবেনা।

বাধ্য করা না হলে কেউ নতুনদের সাথে কাজ করতে চায় না। জ্বালানী মন্ত্রনালয়ের বড় সাহেব দের চাপ দিন। না হলে আমরা অচিরেই নাইজেরিয়া হব। আঢেল তেল, গ্যাস আছে কিন্ত সমস্ত টাকা বিদেশি oil company আর কতিপয় রাজনীতিকদের পকেট এ গেছে। এটা সবাই জানে oil industry is the largest industry at world. দুনিয়ায় এখন যত যুদ্ব হচ্ছে সবার পিছনে আছে তেল গ্যাস রাজনীতি।

দুনিয়ার সব থেকে highest paid industry হল oil industry. গবে’র সাথে ব লতে পারি আমার হাত দিয়ে এই industry তে আমার company তে আমি ৫/৬ বৎসর আগে ৫ জন recruite করছিলাম। তারা এত ভাল কাজ করছে যে আরও নতুন কিছু ছেলে Recently Recruit হয়েছে। আমি খুব ছোট মানুষ। তবে বাংলাদেশ offshore oil industry র প্রথম generation এর একজন। আমি চাই আরো অনেক এ এই অজানা sector এ আসুক।

offshore oil industry তে expart হোক। দেশকে কিছু দিক। সবাই মিলে কথা বলুন নিশ্চয়ই সরকার কিছু একটা করবে। আমার দেশ কে আমি নাইজেরিয়া বানাতে দেব না। কোন রিগ এর অভ্যান্তরীন ছবি প্রকাশ company law এর পরিপন্থী।

তারপরও দিলাম আপনারা জানুন এই অজানা industry কে। বত’মান অবস্থানঃ সাউথ চায়না সী রিগঃ ENSCO-53  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।