আমাদের কথা খুঁজে নিন

   

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়ক অবরোধ

সোমবার আউখপাড়া এলাকার ডাইনেস্টি সোয়েটার (বিডি), ডাইনেস্টি নিট ফ্যাশন ও মিলেনিয়াম সোয়েটার লিমিটেডের শ্রমিকরা এ অবরোধে নামে।
এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ২০ জন আহত হয়েছে।
পরে পুলিশ তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষবাগ এলাকার ডাইনেস্টি গ্রুপের তিনটি পোশাক কারখানার শ্রমিকরা খুলে দেয়া ও বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে।
সকাল ১০টার দিকে কয়েকশ’শ্রমিক ঢাকা-আরিচা সিএন্ডবি বাসস্ট্যান্ডের কাছে তারা যান চলাচল বন্ধ করে দেয়।


এসময় মহাসড়কে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে শিল্প পুলিশ ও সাভার থানা পুলিশ এসে তাদের বুঝিয়ে ব্যর্থ হলে লাঠিপেটা শুরু করে।
এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, ইটের আঘাতে শিল্প পুলিশের কয়েকজন সদস্য সামান্য আঘাত পেয়েছেন।
পরে বেলা ১১টার দিকে মহাসড়কের যানচলাচল স্বাভাবিক হয়।


সংঘর্ষে ২০ জন আহত হয়েছে বলে শ্রমিকরা দাবি করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, সোমবার তাদের বেতন দেয়ার কথা ছিল। তারা কারখানার সামনে গেলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
পরে সকল শ্রমিকরা মিছিল নিয়ে সিএন্ডবি বাসস্ট্যান্ডে গেলে পুলিশ লাঠিপেটা করে। শ্রমিকরা ইটপাটকেল ছুঁড়লে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে।


তবে কাঁদানে গ্যাস ছোঁড়ার কথা পুলিশ অস্বীকার করেছে।
অব্যাহত শ্রমিক অসন্তোষ ও কারখানায় ভাংচুরের অভিযোগে গত ২৮ মে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ডাইনেস্টি গ্রুপের তিনটি পোশাক কারখানা। এ তিন কারখানায় প্রায় সাড়ে তিন হাজার  শ্রমিক কাজ করতো।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।