আমাদের কথা খুঁজে নিন

   

অভিশাপ রইলো আপনাদের প্রতি।

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অনেকেই বলতো, শিক্ষকদের সন্তানেরা মানুষ হয় নয়া। তখন খারাপ লাগতো শুনতে । ভাবতাম, এমন কেন হবে? যারা মানুষ গড়ার মত মহান কাজে নিয়োজিত, তাদের সাথে কেন এমন হবে...। এখন মনে হয়...হ্যা, এটাই হওয়া স্বাভাবিক। কারণ যারা নিজেদের অসীম ক্ষমতাধর ভাবেন এবং সেটা ভাবতে ভাবতে কলমের এক খোঁচায় নিরীহ, মেধাবী কোন শিক্ষার্থীর জীবনের অনেক বড় ক্ষতি করে দেন শিক্ষকের প্রিয় সুন্দরী ছাত্রীটি ওই শিক্ষার্থীর সাথে মেধায় পারছে না, ঠিক আছে দাও প্র্যাক্টিক্যাল বা সেশনালে নম্বর কমিয়ে।

ক্লাস বাদ দিয়ে চাকরী করছে??সর্বনাশ!!!চুলোয় যাক...দেই নম্বর কমিয়ে...আর কোনওদিন চাকরীর নাম মুখে নেবে না। জ্বী হ্যাঁ , মহান শিক্ষকগণ আপনারা এমনটাই করেন আমাদের সাথে। কখন জানতে চান না যে বছরের পর বছর আপনারা যখন আলসেমী করে আমাদের ক্লাস নেন না, পরীক্ষা, রেজাল্ট আটকে রাখেন, আমাদের বয়েস আপনাদের মত আয়েশ করে থেমে থাকে না। আপনারা প্রজেক্টগুলো দিয়ে দেন সেই সব মেয়েদের যারা আপনাদের রুমে ঘণ্টার পর ঘণ্টা বসে বসে তোষামদ করতে পারে, যে ছেলেগুলো আপনাদের বাসার বাজার করে দিতে পারে। আপনারা তাদের ই ভালোবাসেন যারা মেধার দৌড়ে সবচেয়ে পিছিয়ে, তাতে করে আপনারা সারাজীবন কচু বনে শেয়াল রাজা হয়ে থাকতে পারবেন।

থাকুন আপনারা শেয়াল রাজা হয়েই। আমাদের শ্রদ্ধা নয়, অভিশাপ রইলো আপনাদের প্রতি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।