আমাদের কথা খুঁজে নিন

   

গাছের পদবি ‘দ্য প্রেসিডেন্ট’

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও নেভাদা রাজ্য দুটোর ৪০০ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে সিয়েরা নেভাদা পার্বত্য অঞ্চল। এসব পাহাড় ঘিরে ছেয়ে থাকা তিন হাজার বছরের পুরনো গাছের জন্যই মূলত অঞ্চলটা বিশ্ববিখ্যাত। বিজ্ঞানীদের মতে, এখানকার সবচেয়ে পুরনো গাছগুলোর বয়স ৩ হাজার ২০০ বছর। শুধু প্রাচীনই নয়, এগুলো বিশ্বের সবচেয়ে উঁচু গাছও। দানবাকৃতির এই গাছের কোনো কোনোটির উচ্চতা ২৫০ থেকে পৌনে ৩০০ ফুট পর্যন্ত হয়।

অর্থাৎ গাছগুলোর উচ্চতা ২০ তলা ভবনের সমান। দীর্ঘাকৃতি ও আনুমানিক বয়সের ওপর ভিত্তি করে এসব গাছের নাম ও পদবি নির্ধারণ করা হয়েছে। একটি গাছের পদবি ‘দ্য প্রেসিডেন্ট’। যদিও বিজ্ঞানীরা মেপে দেখেছেন উচ্চতার দিক থেকে এ গাছটা দ্বিতীয় স্থানে রয়েছে। আরেকটির নাম ‘জেনারেল শেরম্যান’।

সূত্র ডেইলি মেইল। তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।