আমাদের কথা খুঁজে নিন

   

তোমরা যারা শিবির করো ও তোমরা যারা জাফর ইকবালদের ঘৃণা করো

গত শুক্রবার প্রথম আলো পত্রিকায় ড. জাফর ইকবালের তোমরা যারা শিবির করো লেখাটির প্রতি উত্তরে ঢা. বি'র এক ছাত্র Tanvi Ahmad Arjel ভাই তার যুক্তি খন্ডন করে লিখেছেন জাফর ইকবালের “তোমরা যারা শিবির করো” বনাম এক যুবকের “তোমরা যারা জাফর ইকবালকে পছন্দ করো” । Tanvi ভাইয়ের যুক্তি গুলো আমার কাছে অযোক্তি যুক্তি বলে মনে হয়েছে। Tanvi ভাই শুধু ধর্মের বিষয়টা আলোচনা করেছন। জাফর ইকবালের তোমরা যারা শিবির করো লেখাটি ছিলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জামায়েত ও তার ছাত্র সংঘের কৃতকর্মের/ অপকর্মের প্রতিবাদে তাদের প্রতি কেন ঘৃণা প্রকাশের কারণ বিশ্লেষণ করেছেন। কিন্তু Tanvi ভাই বললেন/বঝাতে চাইলেন 'শিবির ইসলাম প্রচার করে বলে জাফর ইকবাল'রা তাদের বিরোধিতা করে।

জামায়েত-শিবির ধর্ম প্রচার করে বলে জাফর ইকবালদের চোখে তারা মৌলবাদী, উগ্রপন্থি ও জঙ্গী। ' Tanvi ভাই আরো বলেছেন, 'জাফর ইকবাল'রা শুধু জামায়েত-শিবিরের বিরোধিতা করে, উনারা আ. লীগ বা বিএনপি'র কোন সমালোচনা করে না। আ. লীগ ও বিএনপি হত্যা, ধর্ষণসহ নানা অপরাধ করে। ছাত্রলীগ ও ছাত্রদল অস্ত্রবাজি করে কিন্তু জাফর ইকবাল'রা এর কোন প্রতিবাদ করে না। ' আমি তাই Tanvi ভাই কে বলছি আপনি হয়তো কোন পত্রিকা পড়েন না, টিভিতে কোন খবর দেখেন না অথবা আপনি বা আপনাদের ১ চোখ কানা আর নয় আপনি/ আপনারা বোকার স্বগে বসবাস করছেন।

আপনি যদি পত্রিকা পড়েন, টিভি দেখেন আথবা ব্লগে চোখ রাখেন তাহলে দেখবেন সামাজিক সমস্যা গুলো নিয়ে যারা লিখা-লিখি করে, মুক্তিযুদ্ধের পহ্মে যারা কলাম লিখে যারা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যারা ব্লগ লিখে তারা আ. লীগ-বিএনপি দেখে না। এরা আ. লীগ-বিএনপি'র সকল ভুলগুলো তাদের কলামে লিখে। এদের অন্যতম হলো এ বি এম মুসা, সৈয়দ আবুল মকসুদ, জাফর ইকবাল, আনু মুহাম্মদ , বিচারপতি গোলাম রব্বানী, বিচাপতি হাবিবুর রহমান। আর তরুণদের মধ্যে আরিফ জোবেতিক , আসিফ মহিউদ্দীন , আব্দুর নুর তুষার , মাহমুদুর রহমান মান্না ও অমি পিয়াল রহমানসহ আরো অনেক। [অমি পিয়াল রহমান একটু ব্যতিক্রম, তিনি আ. লীগের তেমন সমালোচনা করেন না] মুক্তিযুদ্ধ, যুদ্ধের সময় জামায়েত ও তাদের দোসর দের সর্ম্পকে যখনই এরা/কেউ কিছু বলে তখনই কিছু লোক এদের সমালোচনা শুরু করে এরা নাস্তিক, এরা ......, এরা ....... বলে।

জামায়েত সর্ম্পকে আমার ব্যক্তিগত মতামত হলো , 'গোলাম আযম-নিজামী-মুজাহিদ'রা আমার মায়ের জন্মের সময় আমার মা কে গলা টিপে হত্যা করতে চেয়েছিল! সুতরাং এরা কোন দিন আমার মা কিংবা আমাকে সহয্য করবে না, আমিও তাদের কে আমাদের (বাংলাদেশ পন্থী) বলে মনে করতে পারি না। ' facebook এ একটি হাদিস পড়েছিলাম সেটি সম্ভবত এই রকম ছিলো, ' কোন পাহাড় যদি এক রাতে/এক নিমিষে মরুভুমিতে পরিণত হয় বা কোন নদী যদি মুহুর্তে শুকিয়ে যায় তবে তা বিশ্বাস করো কিন্তু কোন মন্দ লোক যদি একদিনে {কোন কারণ ছাড়া} ভাল হয়ে যায় তাকে বিশ্বাস করো না। 'আর ১৯৭১ সালের পর এমন কোন ঘটনা ঘটেনি যে গোলাম আযম-নিজামী-মুজাহিদ'রা খাঁটি বাঙ্গালী হয়ে যাবে। Tanvi Ahmad Arjel ভাই তার মতামত ব্যক্ত করেছেন। সকলের মত প্রকাশের স্বাধীনতা আছে।

কেউ যদি কোন বিষয়ে ভিন্ন মত পোষণ করে তাহলে তার সাথে আলোচনা করে তাকে তার অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেওয়া যায় বা তার সাথে ঐ বিষয়ে আলোচনা না করলে চলে কিন্তু তাকে শারীরিক ভাবে আঘাত করা কোন মতেই কাম্য নয়। যারা Tanvi ভাই কে মেরে রক্তাক্ত করেছে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করছি। আমি ও জাফর ইকবালদের কে পছন্দ করি তাই বলে তাদের ভুল গুলো কে নয়! তাদের সব কাজ যে আমার ভাল লাগবে তা ও কিন্তু নয়। বি. দ্র. 'জাফর ইকবাল' বলতে 'মুক্তিযুদ্ধের স্বপহ্মের লোকদের কথা বলছি; কোন নাস্তিক বা অন্যধর্মালম্বীদের নয়'। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.