আমাদের কথা খুঁজে নিন

   

শিবির ভাইয়েরা আমার এই ফালতু লেখায় কান না দিয়ে আমায় মাফ করবেন প্লীজ।

আমি পূর্ণয় জাফর স্যার "প্রেম নিবেদন" সংক্রান্ত একটা কথা লিখেছেন । ইসলাম প্রেম সাপোর্ট করে না। ওটা তার ভুল। তিনি ইসলাম সম্পর্কে বেশি জানেন না । কিন্তু উনি তো ফোকাস করেছেন শিবিরের উপর।

পুরো লেখায় আমার কাছে এমন একবারো মনে হয় নি যে তিনি ইসলামের বিরুদ্ধে লিখেছেন। পুরোটা ক্ষণ শিবিরের কথা লিখার পরও কেন আমাদের গুণী ব্লগারদের মতে জাফর স্যার ইসলামের বিরুদ্ধে ? মুলত জাফর স্যার শিবিরের বিরুদ্ধে লেখার পর, শিবির সেটাকে ঢালাও ভাবে প্রচার করল, এবং প্রতিটি লেখার অ্যান্টি ইসলামিক অর্থ বের করল । কেন এমন অ্যান্টি ইসলামিক অর্থ বের করল? করল যেন সাধারণ জনগন জাফর স্যারের বিরুদ্ধে কথা বলে । শিবির এইসব কথা কাদের সার্থে বলল ? শিবিরের নিজস্ব দলের সার্থে বলল যেন জাফর স্যার তাদের মুখে যে কালিমা দিসে সেটাকে তারা ইসলামের অজুহাতে কবর দিতে পারে । তাহলে শিবির কি করল ? দল বাচাতে ইসলামকে ব্যবহার করল ।

আর জাফর স্যার কি করল একজন অইসলামিক ব্যক্তি হয়েও শিবিরের মত ভন্ড ইসলামিক দলের মুখোশ উন্মোচন করল। তাহলে বলুন কে ইসলাম বিকৃত কারী ? শিবিরের যে নিজের মত ইসলাম এডিট করতেছে চোখ খুলে দেখুন। আমাদের যত প্রতিবাদ এই ইন্টারনেটে। খুজে দেখুন প্রতিটা ছেলে যারা প্রথমে ব্লগ লিখছে জাফর স্যারের বিপরিতে, এবং জাফর স্যারের লেখাকে ইসলামের বিপরিতের লেখা হিসেবে উপস্থাপন করছে, তারা সবাই শিবির কর্মী। তারা জাফর স্যারের নরমাল কথা কে অ্যাবনরমাল উপস্থাপন করল যেন শিবির না পচে।

তারা শিবির কে রক্ষা করতে ইসলামকে ব্যবহার করে তারপর জাফর স্যারের দোষ দিল। তোমরা সাপোর্ট করতে পারো ভাই। আমি মুসলিম হয়ে ইসলামকে সূযোগে ব্যবহারকারীদের কিভাবে সাপোর্ট করি ? জাফর স্যার লিখেছেন, " যে বয়সে একজন তরুণের মুক্তিযোদ্ধাদের বীরত্বে অনুপ্রাণিত হওয়ার কথা, সেই বয়সে তারা অনুপ্রাণিত হয় সেই মুক্তিযোদ্ধাদের হত্যাকারীদের দিয়ে। যে বয়সে তাদের স্বপ্ন দেখার কথা দেশের বড় বড় লেখক, শিল্পী, ডাক্তার, বিজ্ঞানী, সাংবাদিককে নিয়ে, সেই বয়সে তারা আনুগত্য মেনে নিয়েছে সেই সব মানুষের, যারা আলবদর বাহিনী তৈরি করে একাত্তরে এই দেশের লেখক, শিল্পী, ডাক্তার, বিজ্ঞানী আর সাংবাদিকদের হত্যা করেছে! যে বয়সে তাদের একুশে ফেব্রুয়ারিতে প্রভাতফেরি করার কথা, ষোলোই ডিসেম্বরে স্মৃতিসৌধে ফুল দেওয়ার কথা, পয়লা বৈশাখে রাজপথে রবীন্দ্রসংগীত গাওয়ার কথা, সেই বয়সে তারা যে শুধু এই অবিশ্বাস্য আনন্দ থেকে নিজেদের বঞ্চিত করে রাখে তা নয়, তারা এগুলোকে প্রতিহত করার চেষ্টা করে। যে বয়সে তাদের মুক্তচিন্তা শেখার কথা, গান গাওয়ার কথা, নাটক করার কথা, আদর্শ নিয়ে ভাবালুতায় ডুবে যাওয়ার কথা, সেই সময় তারা ক্ষুদ্র গণ্ডির মধ্যে নিজেদের আটকে রাখতে শেখে, সাম্প্রদায়িক হতে শেখে, ধর্মান্ধ হতে শেখে।

যে বয়সে ছেলে আর মেয়ের ভেতর সহজ ভালো লাগা ভালোবাসা জন্ম নেওয়ার কথা, সেই বয়সে তারা সেই অনুভূতিগুলোকে অশ্রদ্ধা করতে শেখে—সে জন্য তারা কত দূর যেতে পারে, সেটা আমি নিজের চোখে দেখেছি, সেই ভয়ংকর কাহিনি আমি কখনো কাউকে বলতেও পারব না!" বলুন শিবিরের সাথে মানুষ খুন করা ভালো নাকি ডাক্তার হউয়া ভালো ? বলুন শিবিরের সাথে মানুষ খুন করা ভালো নাকি মুক্তিযুদ্ধ নিয়ে ভাবা ভালো ? বলুন শিবিরের সাথে মানুষ খুন করা ভালো নাকি প্রভাতফেরী ভালো ? বলুন শিবিরের সাথে মানুষ খুন করা ভালো নাকি গান গাওয়া ভালো? আমি গান, গাইতে, ডাক্তার হতে ভালো লাগে না তাই আমি ধর্ম চর্চা করব। তাই বলে কি শিবিরের সাথে ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা লাভের স্বপ্ন দেখতে হবে ? ধর্মান্ধ শিবির তো ধর্মকে বিকৃত করছে তাই আমাদের কি উচিত না ধর্মপ্রাণ হউয়া? উনি যদি লিখতেন "তোমরা ধর্ম চর্চা করতে পারবে না। কোরআন পড়তে পারবে না" তাহলে বুঝতাম। উনি তো শিবিরের খুনা খুনির সাথে রবীন্দ্র নাথের গান বা প্রেম নিবেদনের পার্থক্য করেছেন। আপনি কোনটা বেছে নিবে ? মানুষ খুন ? নাকি রবিন্দ্র সঙ্গীত ? যদি আপনি রবিন্দ্র সঙ্গীত না নিন তাহলে কোরআনকে বেছে নিন কেন শিবিরের হত্যাযজ্ঞ বেছে নিতে হবে? জাফর স্যার একবারও বলে নাই কোরআন পইড় না।

শিবিরের এই লোকেরা বলছে জাফর রবিন্দ্র সঙ্গীত গাইতে বলছে , প্রেম নিবেদন করতে বলছে মানে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে। আপনি আমাকে বলুন লোকটা বলছে শিবিরের খুনা খুনির চেয়ে রবিন্দ্র সঙ্গীত বেছে নিতে। এখানে খারাপ কই বলছে?? এটা যদি ইসলামের বিরুদ্ধের কথা হয় ? তাহলে কি আপনি বলবেন শিবিরের মানুষ খুনের কথা ইসলামের পক্ষের কথা?? এখানে পুরা শিবির গোষ্ঠী ইসলাম ধর্মকে ব্যবহার করে ঢাল হিসেবে যেন তারা জাফর স্যারের কথার ভূল ধরতে পারে। পুরো ষড়যন্ত্রটা আসলে এমন ধরুন আমি হিন্দু আপনি মুসলিম। একদিন আপনার কিছু কথা আমার ভুল মনে হউয়ায় আমি বললাম আপনার চেয়ে আমি ভাল মানুষ।

এখন আপনি ব্লগে নেটে ঢালাউ ভাবে লিখলেনঃ "একজন হিন্দু একজন মুসলিম কে ছোট করে কথা বলেছে, তার মতে সে মুসলিমের চেয়ে ভাল, আমাদের মহা নবি(সাঃ) একজন মুসলিম ছিলেন। একজন মুসলিম কে ছোট করে কথা বলা মানে আমাদের নবী কে ছোট করা। আর আমাদের নবী কে যে ছোট করে সেই কাফির কে এখনি হত্যা করা উচিত" বলুন এখানে ইসলাম এবং মহা নবী (সাঃ) কে ব্যাবহার করে নিজের রাগ মিটানো হইছে কিনা ? শিবির ঠিক তাই করল। আর আমরা সেই ফাদে পা দিয়ে আটকায় গেলাম। আমরা শিবিরের সাথে তাল মিলিয়ে আবার ইসলাম ব্যবহার কারী আর ইসলাম ব্যবসায়ীদের সাথে হাত মিলালাম।

আল্লাহ আমাদের সহায় হোন। আমিন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.