আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ের জন্য পাত্রীর বিজ্ঞাপনটি যদি এমন হয়

পাপ কখনও পিছু ছাড়ে না আজ হোক কাল হোক সে মূল্য নিতে আসবেই । বিয়ের জন্য পাত্রীর বিজ্ঞাপনটি যদি এমন হয় (আমার ব্যাক্তিগত উদ্দ্যেগে লেখা, কপি পেষ্ট না ) ১. মেয়ের নাম জম্নসূত্রে নাতাশা হতে হবে । (এফিডেবিড গ্রহনযোগ্য নয় ) ২. ২০১৩ সালে যারা S.S.C দিচ্ছে বা তার পরের বছর দিবে একমাত্র তারাই আবেদনের জন্য উপযুক্ত । ৩. উচ্চতা ৫ ফুট থেকে ৫-৬ ইঞ্চি হতে হবে , এর বেশী গ্রহনযোগ্য নয় । ৪. গায়ের রং ফর্সা হলে ভালো তবে শ্যামলা মেয়েরাও আবেদন করতে পারেন ।

৫. মেয়ের গালে টোল পড়তে হবে (বাম গালে টোল যাদের পড়ে তাদের জন্য এটা অতিরিক্ত সুবিধা হবে) ৬. মুখমন্ডল গোলাকার বা লম্বা হতে পারে, চুল যতাসম্ভব বড় হতে হবে তবে ছোট চুল মানে কাধের উপর তাকে এমন চুল গ্রহনযোগ্যনয় । ৭. স্বাস্থ্য মোটামুটি হতে হবে , জিরো ফিগার বা মোটামুটি স্বাস্থ্যবান হলে চলবে ; তবে মোটা বলতে যা বুঝায় বা চোখে লাগে এমনটি গ্রহনযোগ্য নয় । ৮. ওজন সর্ব্বোচ্চ ৬৫ কেজি হতে হবে । ৯. মেয়ের খাদ্যাভাস হতে হবে ফ্রি অর্থাৎ সব খাবার খাওয়ায় অভ্যাস থাকতে হবে । ১০. যাদের চাহিদা বেশী তাদের কে আবেদন করার জন্য নিরুৎসাহিত করা যাচ্ছে ।

১১. নম্র, ভদ্র ও সাংসারিমনা হতে হবে । ১২. শ্বশুর-শাশুরী , ননদ ও দেবর সহ এক সাথে সংসার করার মানুসিকতা থাকতে হবে । ১৩. কম কথা বলার অভ্যাস থাকতে হবে । ১৪. সহ্য ক্ষমতা ও সহনশীলতা থাকতে হবে । যারা প্রেম করেছেন ইতিমধ্যে তাদের আবেদন করার প্রয়োজন নেই ।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.