আমাদের কথা খুঁজে নিন

   

ফারাবী, স্বাধীনতার ইতিহাস উল্টাতে সহায়তা করবেন না

বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা ... ৭১ দালাল ছিল তারা আপনার লেখায় অথচ সেই নেতারাই আজকে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দলের নেতা হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আর আপনারা তাদের পক্ষে অবস্হান নিয়েছেন এটা লজ্জাস্কর নয়? জাফর ইকবাল শিবিরের ছেলেদের শিবির থেকে বেড়িয়ে আসার জন্য প্রথম আলোতে একটা কলাম লিখেছেন তার প্রতিবাদে আরজেল নামের নোংরা উজবুক মার্কা ছেলে একটা নোটস লিখেছে চরম অশ্লীল বাক্য ব্যবহার করেছে আর আপনি তাকে পূর্ণ সমর্থন করছেন? ফারাবী ব্লগ ফেসবুকে আপনার একটা অবস্হান তৈরি হয়েছে ইসলামের পক্ষে লেখার জন্য কিন্তু জামাত শিবিরের গা ঘেষে আপনার সেই অবস্হান নষ্ট করিয়েন না। একই সাথে ইসলাম কে বিতর্কিত করতে জামায়াত শিবির যে ভূমিকা পালন করেছে তা থেকে আপনি দূরে থাকলেই বেটার। হনুরা আজ আনায়াসে ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে যুক্তি দাড় করায় শুধুমাত্র জামাত শিবিরের কল্যানে। আপনি নিজেই বলেছেন ৭১ সালে আলেম সমাজ মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে এবং প্রমানও রয়েছে তারা স্বশস্ত্রভাবে পাকিস্তানের বিপক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেছে, অনেকে শহীদ হয়েছে।

আপনার তথ্যনির্ভর এই কথাটি ভালো লেগেছে। আরো ভালো লেগেছে এটা জেনে যে বঙ্গবন্ধু তাদেরকে যথার্থ সম্মান দেখিয়েছেন। আপনি নিজেই জামায়াতে ইসলামের সে সময়ের নেতাদের অবস্হান। জামায়াত নেতারা সে সময়ে কি করেছে তা আপনি নিজেই আপনার বিভিন্ন লেখায় উপস্হাপন করেছেন। তাহলে এখন কেন জামায়াত শিবির ঘেষা আচরণ করছেন।

আপনার দ্বিমুখী আচরন আপনার অবস্হানকে নড়বড়ে করে দেবে এটা নিশ্চিত। আজ তানভীর আরজেল এর মত সহস্র ছেলে জাফর ইকবাল স্যারের মত একজন মানুষের বিরুদ্ধে লিখতে আসে, নিদ্বিধায় স্যারের প্রতি অশ্লীল বাক্যবান ছুড়ে দেয়, স্বাধীনতার কুচকাওয়াজে না গিয়ে, প্রভাত ফেরীতে না গিয়ে নিজেদের ধন্য মনে করে, স্বাধীনতার ইতিহাস কে ব্যাকডেটেড আখ্যায়িত করে আর আপনি তাদের কে উত্‍সাহ দিয়ে যান! আপনার ব্যাক্তিগত জীবনটাই বিতর্কিত। সেটা না টেনে খুব গভীর ভাবে চিন্তা করতে বলছি আপনাকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.