আমাদের কথা খুঁজে নিন

   

সাকিব আল হাসান এর বিয়ে আর তার সাথে আমার কিছু কথা

অন্যায়ের বিরোধে প‌্রতিবাদি হতে চাই সাকিব আল হাসান এর বিয়ে কথাটা রাঁতে শুনি যখন বাংলাদেশ সাহারা কাপটা জিতে তখনি আর মনে হলো একটা আনন্দের সাথে আরেকটা বাড়তি আনন্দ যোগ হল কারন বাংলাদেশ এর ক্রিকেট আর ক্রিকেটাররাই আমাদেরকে সব সময়ই অনেক হতাশার মাঝে অনেক আনন্দ দিয়ে যাচ্ছে কিন্তু আনন্দটা বেশিক্ষন ধরে রাখতে পারলাম না কারন একটু পরেই দেখি ফেইসবুক +আরও অন্যান্য বুকে মানুষের কি সব খারাপ মন্তব্য তার সাথে আছে ছবিসব বিভিন্ন মন্তব্য কিন্তু ছবিগুলো যে সাকিব আল হাসান এর বৌ এর না তারা কিন্তু সবই জানে আর এই সব মানুষগুলো সব সময়ই মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত । সাকিব যে একজন ভাল খেলোয়ার তা নিয়ে কারু সন্দেহ নাই । । নিঃসন্দেহে সে বাংলাদেশ + ওয়ার্ল্ডেরও ভাল খেলোয়ার । বাংলাদেশের মত একটা ছোট দেশের খেলোয়ার হয়েও ওয়ার্ল্ডের বেষ্ট অলরাউন্ডার।

সাকিব বিয়ের খবর প্রকাশের পর দেখি ফেইসবুক +আরও অন্যান্য মিডিয়া মাধ্যমে কিছু লোক না বুঝে শুনে এমন সব মন্তব্য করছে যা দঃখ জনক কারন সে আমাদের জাতীয় হিরো তাকে নিয়ে কোন খারাপ মন্তব্য করা মানে আমাদের খারাপ আচরন প্রকাশ করা ,নিজেকে ছোট্র করা আর আমরা তা বাঙ্গালি হিসাবে কোন সময় বুঝলাম না ,মনে হয় ভবিষ্যতেও বুঝব না। পৃথিবীর অন্য দেশে দেখা যায় তাদের কোন জাতীয় হিরোর ভালো খবর প্রকাশ হলে তার ভক্তরা তাকে অভিনন্দন জানায় আর আমাদের দেশে দেখি ওল্টা ঘটনা ...মানুষ অভিনন্দন না জানিয়ে তার দোষ খোজা শুরু করে.। । আমি সবার কথা বলছি না.। আমি তাদের কে বলবো যারা সব সময় সব কিছুতে দোষ খোজে মানুষের সাফল্য দেখলে হিংসা হয় , এতো যে সমালোচনা করেন আপনি কি করছেন দেশের জন্য সাকিব আল হাসানের মত মানুষরা যুগে যুগে একবারই আসে আর তারা লাল সবুজের পতাকা পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে নিয়ে যায়.।

তাই তাদেরকে বলবো অন্যকে সম্মান করতে শিখুন তা হলে আপনিও সম্মান পাবেন.। অনেক তরুণীর মনেই হয়তো ছিলেন তিনি। কিন্তু তাঁর মনে ছিলেন উম্মে আহমেদ শিশির। জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান বিয়ে করছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এই তরুণীকেই। ১২ ডিসেম্বর সোনারগাঁও হোটেলে তাঁদের আকেদর সব আয়োজন সম্পন্ন।

তবে আপাতত ঘরোয়াভাবেই হবে সবকিছু। বিয়ের অনুষ্ঠান হবে মার্চে। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েই শিশিরের সঙ্গে পরিচয় সাকিবের। পরিচয় থেকে প্রণয়। দুজনের পছন্দে বিয়ে হলেও পারিবারিকভাবেই হচ্ছে সবকিছু।

শিশিরের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়, তবে থাকেন পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে। সেখানেই পড়াশোনা করছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে। আমি জানি এই খবরটা শোনার পর অনেক মেয়ে অনেক অনেক কষ্ট পেয়েছেন কারন সে অনেকের কাছে স্পপ্নের নায়ক...একটা কথা মনে রাখবেন স্পপ্নের নায়ক স্পপ্নে ভাল মানায় বাস্তবে না। । তাই তাকে সব সময় স্পপ্নে লালন করুন ।

সাকিব-শিশির;তোমাদের জীবন সুখী হোক এই দোয়া আর দেশকে যেন সারা জীবন এভাবে উজ্জ্বল রেখো। @মাসুম http://www.bdalltime.blogspot.com  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.