আপনি একটি পরীক্ষা দিলেন। ১০০ তে পেলেন ১০(দশ)। কি আশা করতে পারেন আপনি? নিশ্চয় ছোটবেলায় হলে বাড়ির লোক পিটিয়ে পিঠের চামড়া তুলে নিত। এইচ. এস. সি পর্যন্ত জীবনের সব পরীক্ষায় তো পাশ করতে লাগে তিন ভাগের এক ভাগ মার্কস। মানে ৩৩।
১০ মানে তো শুধু ফেল তাই না, একেবারে যাচ্ছেতাই অবস্থা। কেউ কেউ বলেই দিবে আগামী ৫ বছরে আপনি আর আর পাশ করতে পারবেন না। খুবই বাজে ছাত্র।
আচ্ছা এটা যদি কোন ভর্তি পরীক্ষার মার্ক হয়। হয়তো ঢাবি, বুয়েট বা মেডিকেল? এবার তো আমাকে মারতে আসবেন অথবা এই লেখাটা পড়া শেষ করলেন এখানেই।
পাগলে কি না বলে! সরি ভাই। যদি বলি কোন কলেজ লেবেল এ পাশ কোর্স বা অনার্স এ? না তাও সম্ভব না বলে নিশ্চয় চিৎকার দিবেন আর মনে মনে কিছু গালিও হয়তো দিয়ে ফেলেছেন।
আপনার টেনশনের কারন নেই। কারন এই মার্কস এর সাথে যদি বাবার টাকা যোগ হয় তবে অনেক প্রাইভেট মেডিকেল বসে আছে আপনার জন্য(সবাই নয়)। জলদি যান, আগে গেলে একটা ফ্রি ল্যাপটপ ও পেয়ে যেতে পারেন।
ডাক্তার হওয়ার জন্য লাগবে ১১০ মার্কস টোটাল। গত দুইবছরে যাদের রেজাল্ট এর ভিত্তিতে মার্কস ১০০ (২০১১ আর ২০১২ এর HSC পাশ মিলিয়ে সংখ্যাটা প্রায় লক্ষের কাছাকাছি) তাদের জন্য ১০ হলেই চলবে!!!
লেখাটার উদ্দেশ্য কাউকে হেয় করা বা প্রাইভেট মেডিকেলের বিরোধিতা করা না। তবে সব কিছুর তো একটা সীমা আছে। হয়তো মেডিকেল প্রফেশন এ মেধার চেয়ে পরিশ্রম এর মূল্য বেশি তবে নূন্যতম মেধার দরকার অবশ্যই। আর ১০০ তে ১০ পাওয়া কোন ছাত্র নিশ্চয় মেধাবী না এটা তো মানবেন।
( যদি না কোন ছাত্র নিহত হন!)
আর কতকাল বাংলাদেশে ব্যবসা শিক্ষার উপর স্থান পাবে!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।