আমাদের কথা খুঁজে নিন

   

দেওবন্দীগণ ওহাবী

ভারতের উত্তর প্রদেশের দেওবন্দ নামক মাদ্রাসাটি ওহাবীদের একটি নার্সিংহোম। ওখানে প্রসব হচ্ছে আব্দুল ওহাব নজদীর উত্তরসুরীগণ। ওহাবী প্রচার যন্ত্রগুলোর উদ্ভব ঘটে মূলতঃ স্বপ্নযোগে। প্রত্যেকেই স্বপ্নাদিষ্ট হয়েই কাজ শুরু করেন, যা’র কোন দালিলিক প্রমান অসম্ভব। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ কাশেম নানতুবী (Maulana Muhammad Qasim Nanautawi) স্বপ্নে দেখলেন যে, রাসুল সাঃ তাকে এখানে একটি মাদ্রাসা স্থাপনের নির্দেশ দিচ্ছেন (ডিজাইনসহ); যেখানে রাসুল সাঃকে দিনরাত অপদস্থ, হেয় ও নির্গুন করার প্রয়াস অব্যাহত থাকবে।

ভারতের উত্তর প্রদেশের দেওবন্দ থানায় (একটি ছোট শহর) ১৮৬৬ খ্রিস্টাব্দের ২১ মে (১২৮৩ হিজরী) একটি ডালিম গাছের নিচে ইন্দো-ইসলামিক কালচারকে তরুন মুসলমানদের মধ্যে সঞ্চারিত করার লক্ষ্যে এবং ইসলামী জ্ঞানকে বিজ্ঞান ভিত্তিক সম্প্রসারণের লক্ষ্যে মাওলানা নানতুবী যদিও দেওবন্দ দারুল উলুম মাদ্রাসাটি প্রতিষ্ঠা করে ছিলেন; কিন্ত বর্তমানে তা’ ওহাবীবাদকেই প্রচার ও প্রসার করে যাচ্ছে। মাওলানা মোহাম্মদ কাশেম নানতুবী নিজেও একজন হানাফী মাযহাব ভুক্ত মুসলিম ছিলেন। দেওবন্দ দারুল উলুম বর্তমানে বহু শাখা প্রশাখা সমৃদ্ধ বিশাল একটি মহীরুহের ন্যায় ইসলামিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এখানে তাসাওয়াফ ডিপার্টমেন্টও চালু আছে এবং সম্প্রতি আন্তর্জাতিক ভাষা ইংরেজী শিক্ষা ও কম্পিউটার সায়েন্স শিক্ষার জন্য আলাদা ফ্যাকাল্টি চালু করা হয়েছে। প্রতিষ্ঠা লগ্ন হতেই বিদ্যায়তনটি তার মূল লক্ষ্য হতে বিচ্যূত হয়ে একশতভাগ ওহাবী/সালাফীবাদ প্রচারে লিপ্ত হয়ে পড়েছে।

একজন দেওবন্দীর সংগে কথা প্রসঙ্গে জানলাম যে, ওহাবী খেতাব প্রাপ্ত হওয়া খারাপ কিসে? আল্লাহ তা’আলার এক নাম ওয়াহাব। কি অদ্ভূত মগজ ধোলাই! দেওবন্দীগণ নিজেদের আহলে সুন্নাত ওয়াল জামাত দাবী করলেও তাদের সকল কর্মকান্ড ওহাবীবাদ প্রচারকে লক্ষ্যবস্ত্ত করে পরিচালিত। স্বপ্নাদিষ্ট দেওবন্দী মাওলানা ইলিয়াছ কান্দেলভী কর্তৃক প্রবর্তিত মসজিদ পরিভ্রমনের তাবলীগের মাধ্যমে রাসুল সাঃএর ইমেজকে মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদী এবং তার সমপর্যায়ভূক্ত করে রাসুল সাঃকে যারা নিজেদের বড় ভাই হিসেবে সম্মান প্রদর্শন অব্যাহত রেখেছেন; তারাও কিন্তু নিজেদের আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.