আমাদের কথা খুঁজে নিন

   

গল্পঃ বৈশিষ্ট্যহীন মানুষের বৈশিষ্ট্যহীন গল্প (আমার সকল বৈশিষ্ট্যহীন সহব্লগারদের প্রতি উৎসর্গীকৃত)

কিচ কিচ কুচ কুচ কাচ কাচ কোচ কোচ!!! কালো মেয়ে, তোমার মন খারাপ কেন? ঐটা আপনি বুঝবেন না। আমি বুঝতে চাই। আমি তো আপনারই কল্পনা, নিজেই বুঝে নিন। কালো মেয়ে, তোমার মন খারাপের কারণ আমি বুঝতে পেরেছি। বাহ! বলুন তো কি? দুনিয়ার সব প্রেমের গল্পের নায়িকা সুন্দর।

তাদের হাসিতে মুক্তো ঝরে, কাঁদলে আকাশের তারা খসে পড়ে। তাদের গায়ের চামড়া উজ্জ্বল সোনালী, তাদের হাত পা সরু সরু, তাদের মুখের একপাশে গজদন্ত। তো? প্রেমের গল্পগুলোয় নায়ক সবসময়েই একজন সুন্দরী নায়িকার জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। কালো মেয়ের জন্য স্বপ্নের রাজকুমার কখনই ঘোড়া ছুটিয়ে আসে না। এটাই তোমার দুঃখের কারণ।

হুম, আপনি বুদ্ধিমান। তোমার এখনও মন খারাপ। আপনি ভাল করে দিন। কিভাবে? আপনি আমার জন্য স্বপ্নের রাজপুত্র এনে দিন। যে সাত সমুদ্র তের নদী পার হয়ে রাক্ষসের কবল থেকে আমায় রক্ষা করতে আসবে।

দিলাম। এ কি কালো মেয়ে, তোমার মন এখনও খারাপ? হ্যাঁ। কেন? তুমি তো তোমার স্বপ্নের রাজপুত্র পেয়েই গেছ। ঠিক যেমনটি চেয়েছিলে। ধেত! কেন কি হয়েছে? রাজপুত্র না ছাই! আমার চেয়েও খাট, আমার চেয়েও কালো, গালে গর্ত গর্ত, মুখের মধ্যে বাজে গন্ধ! চাই না আমার এমন রাজপুত্র! তাহলে তোমার কেমন রাজপুত্র লাগবে? অনেক বড় বীর হবে সে।

তার থাকবে অনেক টাকাপয়সা। হাতে থাকবে মোটা মোটা মাসল। চেহারা হবে দেবদূতের মত। চুল হবে পিছন দিকে ঢেউ খেলানো। শিরস্ত্রাণ খোলার সময় সেই চুল ঢেউ খেলে তার মুখের উপর পড়বে।

আমি নিজের হাতে সেই চুল সরিয়ে দেব। সেই রাজপুত্র যদি তোমায় পছন্দ না করে? করবে। আপনি লেখক। আপনি জোর করে তাকে দিয়ে আমাকে পছন্দ করাবেন। দুঃখিত কালো মেয়ে, এই গল্পটা আমি ছিঁড়ে ফেলতে বাধ্য হচ্ছি।

কেন? শারীরিক সৌন্দর্যের কদর্য পঙ্কিলতা থেকে তুমিও উঠতে পারো নি। আমি অ্যাম সরি। অতঃপর, সাদা কাগজের কিছু টুকরা, মেসের জানালা দিয়ে সজোরে বাইরের বায়ুমণ্ডলে নিক্ষিপ্ত হল। মেসের ভিতরে একটা তরুণ কাঁদছে। খাট, ছোট, কালো, টাকাপয়সাহীন, বৈশিষ্ট্যহীন একজন তরুণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।