আমাদের কথা খুঁজে নিন

   

রুশানের জন্য...........

সাম্যের গান গাই- আমার চক্ষে পুরুষ রমনী কোন ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চির কল্যানকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর...........। আমি রক্তে, মাংসে গড়া অতি সাধারন এক মানুষ........... তবে আমি প্রচন্ড রকমের স্বপ্নবিলাসি। সেসব স্বপ্নের কিছ ব্লগার ভাই-বোনদের দৃষ্টি আকর্ষন করছি............... রুশানের বিষয়টা এখন সামুর সব ব্লগাররাই জানেন। নাওয়ার খান (রুশান) বয়স (তিন বছর)।

এই ছোট্ট ছেলেটির এখন হেসে খেলে বেড়ানোর সময়। কিন্ত ভাগ্যের র্নিমম পরিহাস, আজ সে হাসপাতালের বেডে শুয়ে আছে। কারন রুশানের জন্মগতভাবে হার্টের একটি ভাল্ব নেই। তিন বছর যাবত সে ঔষধের সাহায্যে বেঁচে আছে। কিছুদিন পূর্বে হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে জরুরী ভিত্তিতে ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে বাইপাস সার্জারী করার জন্য ভর্তি করা হয়েছিল।

একজন সুস্থ মানুষের হার্টে তিনটি ভাল্ব থাকে রুশান জন্ম নিয়েছে দুইটি ভাল্ব নিয়ে এর মধ্যে একটি ভাল্বের মুখ খুব সরু, অন্যটি ঠিকভাবে কাজ করতে পারছে না। এর ফলে রুশানের মস্তিষ্ককে ঠিকভাবে রক্ত প্রবাহিত করতে পারে না, এর ফলে রুশানের সবসময় মাথা ঘুরায় এবং প্রায়ই তার রক্ত চাপ নীচে নেমে যায়। সেই সাথে বমি হয়। আস্তে আস্তে নিভে যাচ্ছে ছোট্ট রুশানের জীবন প্রদীপ। রুশান ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ডাঃ শহিদুল ইসলামের তত্তাবধায়নে আছে।

রুশান আগামী ৯ ই ডিসেম্বর ঢাকায় আসবে। রুশানের অসুখটার মেডিকেল নাম- Bicuspid Aortic Valve, Mild AS And mild AR, Mild CoA রুশান এর বাবা রুশান এর দায়িত্ব নেয় নাই এবং সেই ব্যাক্তি আসলে রুশান ও তার মায়ের সাথে কোন সম্পর্ক রাখে নাই। সে হিসাবে রুশান এখন একটি অসহায় শিশু , বর্তমানে রুশানের মা বরিশাল সদরে ডেলভিউ ডায়াগনস্টিক এ একটা ছোট চাকরি করেন। তার উপার্জন দিয়ে রুশান ও তার আরো দুই সন্তানকে তিনবেলা ভাত মুখে তুলে দিতেই পারেন না। এই অসহায় মায়ের ক্ষুদ্র এই উপার্জন রুশানের এই বিপজ্জনক অসুখের চিকিৎসার কাছে খুবই দুর্বল।

তিনি কি পারবেন আপনাদের সাহায্য ছাড়া নিজের সন্তানকে বাঁচাতে? কতটা অসহায় হলে পিতা/মাতা বাচ্চার জন্য মানুষের কাছে হাত পাতে ??? এই শিশুটি ক্রমেই এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। ডাক্তার জানিয়েছেন তার চিকিৎসার জন্য প্রয়োজন হবে প্রায় ১০ লাখ টাকা। কোথায় পাবে এই টাকা রুশানের অসহায় মা? রুশান কি সত্যিই এই অসময়ে চলে যাবে? যারা রুশানের সাথে দেখা করতে চান- "হাসিম কুটির" বরিশাল বি এম ইউনিভার্সিটির বা কলেজ এর প্রথম গেটের পাশে, তুহিনদের বাসা বললে চিনিয়ে দিবে, (বরিশালের একসময়ের বিখ্যাত রংবাজ পিস্তল মহিউদ্দিন এর পাশের বাসা, যে কেউ বাসা চিনিয়ে দিবে। ) যারা সাহায্যের হাত বাড়াতে চান--- Nazia Hasan Rupu A/C No. 127 101 260 317 Dutch Bangla Bank Ltd. Borisal Branch, Sadar Road, Barisal. রুশানের নানীর মোবাইল : ০১৭২৮-১৫১৮০৫ বিকাশ নাম্বারঃ ০১৯৬৭-৯৮৪৩৮৮ আপনি কল/মিসকল/এসএমএস দিয়ে যোগাযোগ করুনঃ ব্লগার মেহেদী হাসান মাহী ০১৭৩৭৪৮৯৫৩৫ ব্লগার তামীম ইবনে আমান ০১৮২৯২৬০১৯০ ব্লগার আমিনুর রহমান ০১৭৫৫৩০৬০২১ ব্লগার ঘুড্ডির পাইলট ওরফে রাফাত নূর ০১৮৪৩৮৮৮৮৮১ ব্লগার মুশাসি ওরফে শাহজাহান সিরাজ ০১৭৪১০৭৬৭৮১ ব্লগার শিপু ভাই ০১৬৭১৩২৯৫১১ ব্লগার বনলতা মুনিয়া ০১৬৮১৭৭৬৭১০ অনেকেই আর্থিকভাবে এবং অন্যান্য দিক থেকে সাহায্য করছেন। তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।

আপনারা আপনাদের সাধ্যমত চেষ্টা করছেন, আল্লাহ্ আপনাদের ভালো রাখুক এই দোয়া করি। তবে সবাইকে আমি আরেকটা ব্যাপারে অনুরোধ করবো। এখানে বিভিন্ন ধর্মাবলম্বী ভাই-বোনরা আছেন। আমি সবাইকে অনুরোধ করবো, যার যার অবস্থান থেকে রুশানের জন্য প্রার্থনা করুন প্লিজ। যেহেতু আমি ইসলাম ধর্মের অনুসারী, তাই আমি নিজেও নামায পড়ে রুশানের জন্য দোয়া করছি।

সৃষ্টিকর্তার অনুগ্রহ ছাড়া, সাহায্য ছাড়া আমরা মানুষরা কেউ কিচ্ছু করতে পারবো না। তিনিই সর্ব শক্তিমান, অসীম দয়াশীল। আসুন আমরা সবাই রুশানের জন্য দোয়া করি। এতগুলো মানুষের প্রার্থনা নিশ্চয়ই সৃষ্টিকর্তার দরবার পর্যন্ত পৌছাবে............. প্লিজ সবাই রুশানের জন্য একটু দোয়া করুন.......... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.