আমাদের কথা খুঁজে নিন

   

ঘুড্ডির পাইলট এর ডাক একজন রুশানের জন্য। নতুন আপডেট

সামুর এক মাত্র সর্বাধীক বানান ভুল সম্পন্য ব্লগ ! মনে রাখবেন আপ্নে সামুর সবচাইতে বিপজ্জনক ও বদ ব্লগারের ব্লগে প্রবেশ করেছেন , আপ্নি দুষ্টু প্রকৃতির না হলে এখানে সময় নষ্ট কইরেন না । রুশান বিষয়ক আপডেট সবার জানা দরকার। প্রিয় ব্লগারগন রুশান কে এই মুহুর্তে অনেকেই চিনে ফেলেছেন , যদি বিস্তারিত জানতে চান তাহলে নিচের লিংকে দেখেন, ব্লগার জালিস মাহমুদের পোষ্ট ঘুড্ডির পাইলট এর পোস্ট পরিস্তিতির আপডেট আপেডেট জানাচ্ছি। দেখেন ব্লগার রিমন০০৭ ভাই পোষ্টে এর ১৪ নং কমেন্ট শার্ক এইটা কি কইলো !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! দেখেন স্ক্রিন শট , এরপর থেকে সাহায্য ইচ্ছুক ব্লগার দের মইদ্যে এক ধরনের সন্দেহ ঢুকে যায় অনেকেই আমাকে খোজ নেয়ার জন্য বলে , আমি খোজ নিয়ে জানলাম রুশান এর বাবা রুশান এর দায়িত্ব নেয় নাই এবং সেই ব্যাক্তি আসলে রুশান ও তার মায়ের সাথে কোন সম্পর্ক রাখে নাই(বেটা বদমাইশ) সে হিসাবে রুশান এখন একটি অসহায় শিষু , বর্তমানে রুশানের মা বরিশাল সদরে ডেলভিউ ডায়াগনস্টিক এ একটা ছোট চাকরি করেন। তার উপার্জন দিয়ে হয়তো রুশানকে তিনবেলা ভাত মুখে তুলে দিতে পারেন, কিন্তু এই অসহায় মায়ের ক্ষুদ্র এই উপার্জন রুশানের এই বিপজ্জনক অসুখের চিকিৎসার কাছে খুবই দুর্বল।

রুশান বর্তমানে তার মা সহ নানা বাড়ি থাকে। কেউ চাইলে নিচের ঠিকানায় গিয়ে তদন্ত করতে পারেন, "হাসিম কুটির" (রুশানের নানা বাড়ি) বরিশাল বি এম ইউনিভার্সিটির বা কলেজ এর প্রথম গেটের পাশে, তুহিনদের বাসা বললে চিনায়া দিবে, বাসার নম্বর বলতে পারেন নাই রুশানের নানি, সে একজন বয়স্ক মানুষ, যে লোকেশন দেয়া আছে তাতে তার বাসায় যাওয়া যাবে, আরও সহজ ঠিকানা হলো বরিশালের একসময়ের বিখ্যাত রংবাজ পিস্তল মহিউদ্দিন এর পাশের বাসা, এই ঠিকানা কইলে যে কেউ বাসা চিনায়া দিবো। বরিশালের বিভিন্ন সংগঠন এবং ছাত্র / ছাত্রিরা চাদা তুলছে রুশানের জন্য , তারা অবশ্যই খোজ নিয়েই কাজটা করছে, মনে হয় না এখানে কোন ধরনের দুইনম্বরি আছে, বাকি টা আপ্নাদের বেপার আমি আমার পক্ষে যা করার তা করে ফেলছি, পারলে আরও করবো। আর ব্লগার শার্ক কি বলছে না বলছে সেটা নিয়া অযথা সন্দেহ করা ঠিক হবে না বলে আমি মনে করি, কারন সে একটা আজগুবি খবর বইলা হাওয়া হয়ে গেছে, যার বাবাই নাই সেখানে বাবার গাড়ি আইবো কইথিকা ??????????!!!!!!!!!!!!!!!!!!!!!!! আশা করবো ব্লগার শার্ক একটা পোষ্ট দিয়ে তার বক্তব্য তুলে ধরবে, এবং অবশ্যই সেটা ইংরেজি হবে না বাংলায় হবে, আর আমার এই পোষ্টে যদি সে কমেন্ট করে তাইলে বাংলায় করতে হবে। ইংরেজি ফুটানি দেখতারি না।

এটা ঘুড্ডির পাইলট এর ব্লগ না এটা ঘুড্ডির পাইলট এর রাজ্য এখানে ঘুড্ডির পাইলট এর আইন চলে। যানামতে বুয়েটে রুশানের এক চাচা থাকে যে আসলে চায় না রুশান কারও কাছ থেকে সাহায্য পেয়ে ভালো চিৎসা করাক , সেই চাচা অথবা যে আত্মিয় ই হোক অর মুখে জুতা মরি। সাহায্য করতে চাইলে বিস্তরিত এখানে ব্যাংক একাউন্ট ফোন নং দেয়া আছে ব্লগার জালিস মাহমুদের পোষ্ট দেখেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.