আমাদের কথা খুঁজে নিন

   

আজকের ম্যাচে রুবেলকে বাদ দিয়ে সানিকে দলে নিলেই বাংলাদেশ জিতবে।

ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই। বাংলাদেশের মূল শক্তি স্পিন বোলিং। স্পিনে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের হাঁসফাঁস আমরা সিরিজ জুড়েই লক্ষ্য করেছি। সেকারণেই আমার মতে পেসার হিসেবে শুধু মাশরাফি কে খেলিয়ে ইলিয়াস সানি কে দলে নেওয়া উচিৎ।

এই টোটকা আমি অনেক আগে থেকেই বলে আসছি। পেসার শুধুই মাসরাফি। এই একটা কাজ করলেই বাংলাদেশ জিতবে। কারণ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা এডওয়ার্ড বেস্ট রামপাল রাসেলের মত খুনে ফাস্ট বোলারদের খেলে প্রাকটিস করে সেখানে বাংলাদেশের ফাস্ট বোলারদের বল রসগোল্লার মত দেখে। আরেকটা কাজ করতে পারে বাংলাদেশ, যদি ২ জন পেসার রাখতেই হয় তবে জিয়াউরকে রাখুক।

কারণ রুবেলের গড় বরং জিয়াউরের চেয়েও খারাপ। জিয়াউরের ব্যাটিং অনেক কাজের। তাহলে দলে ১১ জনই ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবে। গত ম্যাচে যেটি আমরা মিস করেছি। নতুন ব্যাটসম্যান মমিনুলকে ব্যাটিং অর্ডারের নিচে নামাতে হবে মাহামুদুল্লাহকে আরেকটু উপরে তুলতে হবে।

বিশেষ করে গত ম্যাচে ঐ রকম চাপের মুহুর্তে মাহামুদুল্লাহকে না নামিয়ে মমিনুলকে নামানো খুবই বাজে সিদ্ধান্ত হয়েছে। আগে ব্যাট করলে ব্যাটিং অর্ডার এমন করতে হবে। 1 Tamim Iqbal, 2 Anamul Haque, 3 Naeem Islam, 4 Mushfiqur Rahim , 5 Mahmudullah, 6 Nasir Hossain, 7 Mominul Haque, 8 Mashrafe Mortaza, 9 Sohag Gazi, 10 Abdur Razzak, 11 Elius Sanny. পরে ব্যাট করলে মাহামুদুল্লা/মুসফিককে পরে নামাতে হবে যেন তারা ম্যাচ জিতিয়ে আনতে পারে, কারণ চেজিংয়ের সময় শেষ মুহুর্তে নতুন পোলাপান নার্ভাস হয়ে যায়। 1 Tamim Iqbal, 2 Anamul Haque, 3 Naeem Islam, 4 Mushfiqur Rahim, 5 Mominul Haque , 6 Nasir Hossain, 7 Mahmudullah, 8 Mashrafe Mortaza, 9 Sohag Gazi, 10 Abdur Razzak, 11 Elius Sanny. আবারো বলছি রুবেলকে নেয়ার কোন দরকার নেই। কারণ গাজী রাজ্জাকরা কখনো খারাপ করে না নতুন বলে।

সানিকে নামালে সেই হয়তো গাজীর মত ম্যাচ জেতাবে যেটি রুবেল কোনদিনও পারবে না বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের সাথে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।