আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুবন্দনা

প্রথমে বন্দনা করি সেই সকল বন্ধুরে যারা আমার মনের ভেতর সদা বাস করে। তারপর বন্দি আমি তাহাদিগকে সুখ দুখের সময় যারা মোর পাশে থাকে। শ্রদ্ধাভরে করি স্মরণ সেইসব সখারে যারা আমার মনের কথা না বলিলেও বোঝে। একটা বন্ধু আছে বড় অদ্ভুত ধরণ ও ভাই, একটা বন্ধু আছে বড় অদ্ভুত ধরণ; ও সে হৃদমাঝারে বাস করি চুরি করে মন। ।

কিছু বন্ধু আছে যারা কাণ্ডজ্ঞানহীন আমায় নিয়ে করে ঠাট্টা না বুঝি কারণ। সব শেষে স্মরণ করি তোরে ও শয়তান তুই আমার বন্ধু নামের কলঙ্ক একখান। এতকাল হইয়া গেল কোন খবর নাই তোর উপর আমার বড় অভিমান তাই। বোধ করি কাজের চাপে মোরে ভুইলা গেছোস আছি বেঁচে না মরে গেছি খবর কি তা রাখস? আমার এসব কথায় তুই আর রাগ করিস না বন্ধু তুই আমায় আবার যাস না রে ভুলিয়া। তুই আমার বন্ধু এক রতন সমান তোর মতো বন্ধু পাওয়া সৌভাগ্যের লিখন।

তোর মতন বন্ধু মোর এই জগতে নাই বন্ধু নোস তুই ভাই আরও বেশি আপন, আরও বেশি আপন, ও ভাই, আরও বেশি আপন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.