আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের দেহের কিছু মজার ফ্যাক্টস

আমি একজন নিরাপদ ব্লগার ১) আমাদের চোখ জন্মের পর থেকে বুড়ো হওয়া পর্যন্ত একই সাইজের থাকে। অপরদিকে আমাদের নাক আর কানের বৃদ্ধি পাওয়া কখনই থামে না ! যতক্ষন না পর্যন্ত আপনি প্লাস্টিক সার্জারী করান !! ২) আমাদের নার্ভের ইমপালস এবং আমাদের ব্রেইনের মধ্যকার যোগাযোগের গতি ঘ্ন্টায় ১৭০ মাইল ! যা একটী উচ্চ ক্ষমতা সম্পন্ন স্পোর্টসকারের গতির সমান। বিশ্বাস না হলে নিজের পা দিয়ে দেয়ালে একটা লাথি মেরেই দেখুন !! ৩) মানুষের একটি চুল ৩.৫ আউন্স পর্যন্ত ওজন নিতে পারে, যা দুটি ক্যান্ডিবারের সমান ! তাহলে রুপাঞ্জেলের কাহিনী সত্যি হলেও হতে পারে !! ৪) আপনি নিজেকে কাতুকুতু দিতে পারবেন না ! এমনকি যাদের কাতুকুতু সবচেয়ে বেশি, তারাও নিজেদেরকে নিজে কাতুকুতু দিতে পারবেন না ! এরই মধ্যে চেস্টা করে ফেলেছেন নাকি ?? ৫) আমাদের পাকস্থলীতে যে হাইড্রোক্লোরিক এসিড থাকে, তা রেজরের একটি ব্লেড গলিয়ে দেবার মত যথেস্ট শক্তিশালী ! তাই বলে কাল থেকে আবার লোহা খাওয়া শুরু করবেন না যেন !! ৬) আপনি যদি মাত্রাতিরিক্ত খাবার খেয়ে রাস্তায় বের হন, তাহলে আপনার কানে কম শুনতে পাবার সম্ভবনা বেশি ! ৭) আমরা ঘুম না আসার জন্য ক্যাফেইন পান করি, কিন্তু জানেন কি, ঘুম তাড়ানোর জন্য ক্যাফেইনের চেয়ে কার্যকর জিনিশ হল আপেল ! ৮) ছোট বাচ্চারা ৩০০টি হাড্ডি নিয়ে জন্মায়, কিন্তু পূর্ণবয়স্ক হতে হতে তা কমে ২০৬তে এসে থামে ! কি সর্বনাশ, তাহলে বাকীগুলো যায় কই ?? ৯) আমরা জন্ম নেয়ার ৬ মাস আগেই আমাদের দাঁত বেড়ে ওঠা শুরু করে ! ১০) আপনি হাসার সময় আপনার মুখের ১৭টি মাসল একসাথে কাজ করে, যেখানে আপনি ভ্রু কুঁচকাতে গেলে আপনার মুখের ৪৭টি মাসলকে একসাথে কাজ করতে হয় ! সুতরাং মেজাজ কম খারাপ করুন আর বেশি বেশি হাসুন !! [ফ্যাক্টসগুলো ইন্টারনেট থেকে সংগৃহী্ত...]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।