আমাদের কথা খুঁজে নিন

   

ব্যারিষ্টার রফিক উল হকের সংবাদ সম্মেলন ও কিছু কথা ।

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব। বাংলাদেশে সম্প্রতি জন্ম নেয়া “ নাগরিক কমিটির” অন্যতম নেতা ব্যারিষ্টার রফিক উল হক আজ ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে মুক্ত চিন্তা ফোরাম আয়োজিত ( ফোরাম মানেই জামায়াত ) এক সংবাদ সম্মেলনে দেশকে আরেকটি ১/১১ এর হাত থেকে বাচানোর জন্য দুই নেত্রীকে বসতে বলেছেন । দেশের স্বার্থে তিনি নিজেই অন্তর্বর্তী সরকারের প্রধান হতে আগ্রহ প্রকাশ করেছেন । যুদ্ধাপরাধীদের বিচারে বিএনপিকে বলিষ্ঠ ভুমিকা রাখার পরামর্শ দিয়েছেন । আপাত দৃষ্টিতে তার এ বক্তব্য অনেক প্রশংসার দাবী রাখে ।

কিন্তু এ সংবাদ সম্মেলন কিছু প্রশ্ন ও জন্ম দিয়েছে আমার মত আমজনতার মনে । প্রশ্ন ঃ আজকের সংবাদ সম্মেলনে রফিক উল হকের পাশে বসা ছিলেন দিগস্ত টিভির জনৈক রিপোর্টার ও সংবাদ পাঠক । এ সংবাদ পাঠক ছাত্রশিবিরের সাবেক নেতা । সাংবাদিকদের কাতারে বসে সংবাদ সংগ্রহ না করে ঐ শিবির নেতা কেন রফিক উল হকের পাশে বসা ছিলেন ? তা হলে কি সংবাদ সম্মেলনটি জামায়ত শিবিরের সহায়তায় করা ? প্রশ্ন ঃ ব্যারিষ্টার রফিক উল হক অত্যন্ত সম্মানিত একজন মানুষ , তবে তিনি ইতোমধ্যে নাগরিক কমিটির সাথে যুক্ত হয়ে সরাসরি অবস্থান নিয়েছেন সরকারের বিরুদ্ধে ( সরকারের বিরদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়েছেন মিডিয়ায়) আর কিছুটা কৌশলে অবস্থান নিয়েছেন বিরোধী দলের পক্ষে । তার এই অবস্থান কি তাকে নিরপেক্ষ ভুমিকা পালন করার যোগ্য বলে বিবেচিত করবে ? প্রশ্ন ঃ দেশের বিপদে কান্ডারি হতে চাওয়া রফিক উল হক টাকার লোভ সামলাতে না পেরে সাংবাদিক সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাগর রুনী হত্যা মামলায় গাড়ল মাহাফুজের পক্ষে আদালতে দাড়িয়েছেন ।

নির্বাচনকালীন সময়ে তিনি কি করে নিরপেক্ষ ও নির্লোভ ব্যাক্তিত্ব বজায় রাখবেন ? সংবাদ সম্মেলনের বিষয় নিয়ে ঘাটলে আরো অনেক প্রশ্ন উঠবে । তা না করে শেষ দু’টি প্রশ্ন করতে চাই । তা হলো শিবিরের লোক পাশে বসিয়ে যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া কোন কৌশল নয় তো ? আগামী জাতীয় নির্বাচনের সময়ে অর্ন্তবর্তিকালীন সময়ের সরকারের প্রধান হতে চাওয়ার মধ্যে নতুন কোন ষড়যন্ত্র নেই তো ? সুত্র  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.