আমাদের কথা খুঁজে নিন

   

ব্যারিষ্টার নাজমুল হুদাকে কোন অপরাধে বহিষ্কার করা হয়েছে?

খাসলতটা বদলান!
সন্ধ্যার পর কাথা গায়ে দিয়ে শুয়ে শুয়ে গান শুনছিলাম। একসময়ে ঘুমিয়ে পড়লাম। বেশ অনেকক্ষন ঘুমালাম। ঘুমের মধ্যেই শুনলাম মা বাবাকে বলছে নাজমুল হুদার বহিষ্কারের কথা! বেচার নাজমুল হুদা। গতকাল এটিএন নিউজে নাজমুল হুদার সাক্ষাতকার দেখছিলাম।

বাড়ি সংক্রান্ত জটিলতা বিএনপির ভুলগুলো নিয়ে কথা বলছিলেন। উনি নাম না নিয়ে মওদুদ আহমেদের দিকে ইঙ্গিত করে বলেছিলেন তার জন্য খালেদা জিয়াকে বাড়ি ছাড়তে হলো। তার ভুল পদক্ষেপের জন্যই। উনি খালেদা জিয়া, তারেক রহমান ও দলের বিরুদ্ধে একটা কথাও বলেননি। শুধু বলেছেন মওদুদ আহমেদের বিরুদ্ধে।

তাও নাম না নিয়ে। উনি প্রধানত যে কথাগুলো বলেছেন তা হলো- ১। সুপ্রীপকোর্টে এ্যাপিল করার পর স্ট্যা অর্ডার না আনা। স্ট্যা অর্ডার আনা একটি সাধারন রেওয়াজ। এই সাধারন কাজ না করার উদ্দেশ্য নিয়ে উনি প্রশ্ন তুলেছেন।

২। উনি আরো বলেছেন হাইকোর্টে রিট না করে চুপচাপ বসে থাকলে ক্যান্টনমেন্ট বোর্ডকে মামলা করতে হত নিম্ন আদালতে। সেখান থেকে শুনানি রায় হয়ে, হাইকোর্ট, সুপ্রিমকোর্ট ঘুরে কতদিন সময় লাগতো তা আর বলার দরকার নেই। এতে করে সরকারের এই মেয়াদ শেষ হয়ে যেত। এই পদ্ধতিতে যাওয়ার ব্যাপারে খালেদার সব আইনজীবি নাকি এক্মত ছিলেন।

একজন ছাড়া। মওদুদ আহমেদ ছাড়া! একমাত্র উনার ইচ্ছেতেই নাকি হাইকোর্টে রিট করা হয়। এখন আমার প্রশ্ন কোন অভিযোগে নাজমুল হুদাকে বহিষ্কার করা হলো? বিএনপির স্ট্র্যাটিজিকাল ভুল ধরিয়ে দেয়ার জন্য? মওদুদ আহমেদের ভুল ধরিয়ে দেয়ার জন্য? মওদুদ আহমেদ কে? উনি বিএনপির কি? একজন মওদুদ আহমেদের জন্য একজন নাজমুল হুদাকে বহিষ্কার করা হলো? তেল মারা খেতে খেতে খালেদা জিয়া কি এখন সামান্যতম সমালোচনা সহ্য করতে পারেননা? বেগম খালেদা জিয়াকে বাস্তব অবস্থা বুঝিয়ে দেয়ার মত একজনও কি বিএনপিতে নেই? একজনও কি নেই যে তাকে বলবে কিভাবে মওদুদ আহমেদ বিএনপিকে শেষ করে দিচ্ছে? এই মওদুদ আহমেদ, সাকা চৌধুরীরা বিএনপিকে শেষ করে দিচ্ছে, দিবে। বিএনপি সমর্থকরা যতটা লীগকে নিয়ে চিন্তিত তার ২/১০ ভাগও বিএনপিকে নিয়ে করেননা!!!! কি বিচিত্র! ভাইয়ারা আপ্নারাও কি বিএনপিকে বাচাতে চাননা? বিএনপির শেষ হয়ে যাওয়া যে বাংলাদেশের জন্যই ক্ষতিকারক!! যদিনা আরেকটি দল আসে। বিএনপির সকল সমর্থকদের বলতে চাই এবার নিজের দলের দিকে তাকান।

আবেগ দিয়ে কিছু চলেনা। আপ্নারাই আপ্নাদের দলটাকে শেষ করে দিচ্ছেন। একদিকে জামাত, আরেকদিকে মওদুদ। সোচ্চার হন এদের বিরুদ্ধে। বিএনপিকে শেষ করতে আ.লীগের দরকার নেই।

বিএনপিই যথেষ্ট! সন্ধ্যার পর কাথা গায়ে দিয়ে শুয়ে শুয়ে গান শুনছিলাম। একসময়ে ঘুমিয়ে পড়লাম। বেশ অনেকক্ষন ঘুমালাম। ঘুমের মধ্যেই শুনলাম মা বাবাকে বলছে নাজমুল হুদার বহিষ্কারের কথা! বেচার নাজমুল হুদা। গতকাল এটিএন নিউজে নাজমুল হুদার সাক্ষাতকার দেখছিলাম।

বাড়ি সংক্রান্ত জটিলতা বিএনপির ভুলগুলো নিয়ে কথা বলছিলেন। উনি নাম না নিয়ে মওদুদ আহমেদের দিকে ইঙ্গিত করে বলেছিলেন তার জন্য খালেদা জিয়াকে বাড়ি ছাড়তে হলো। তার ভুল পদক্ষেপের জন্যই। উনি খালেদা জিয়া, তারেক রহমান ও দলের বিরুদ্ধে একটা কথাও বলেননি। শুধু বলেছেন মওদুদ আহমেদের বিরুদ্ধে।

তাও নাম না নিয়ে। উনি প্রধানত যে কথাগুলো বলেছেন তা হলো- ১। সুপ্রীপকোর্টে এ্যাপিল করার পর স্ট্যা অর্ডার না আনা। স্ট্যা অর্ডার আনা একটি সাধারন রেওয়াজ। এই সাধারন কাজ না করার উদ্দেশ্য নিয়ে উনি প্রশ্ন তুলেছেন।

২। উনি আরো বলেছেন হাইকোর্টে রিট না করে চুপচাপ বসে থাকলে ক্যান্টনমেন্ট বোর্ডকে মামলা করতে হত নিম্ন আদালতে। সেখান থেকে শুনানি রায় হয়ে, হাইকোর্ট, সুপ্রিমকোর্ট ঘুরে কতদিন সময় লাগতো তা আর বলার দরকার নেই। এতে করে সরকারের এই মেয়াদ শেষ হয়ে যেত। এই পদ্ধতিতে যাওয়ার ব্যাপারে খালেদার সব আইনজীবি নাকি এক্মত ছিলেন।

একজন ছাড়া। মওদুদ আহমেদ ছাড়া! একমাত্র উনার ইচ্ছেতেই নাকি হাইকোর্টে রিট করা হয়। এখন আমার প্রশ্ন কোন অভিযোগে নাজমুল হুদাকে বহিষ্কার করা হলো? বিএনপির স্ট্র্যাটিজিকাল ভুল ধরিয়ে দেয়ার জন্য? মওদুদ আহমেদের ভুল ধরিয়ে দেয়ার জন্য? মওদুদ আহমেদ কে? উনি বিএনপির কি? একজন মওদুদ আহমেদের জন্য একজন নাজমুল হুদাকে বহিষ্কার করা হলো? তেল মারা খেতে খেতে খালেদা জিয়া কি এখন সামান্যতম সমালোচনা সহ্য করতে পারেননা? বেগম খালেদা জিয়াকে বাস্তব অবস্থা বুঝিয়ে দেয়ার মত একজনও কি বিএনপিতে নেই? একজনও কি নেই যে তাকে বলবে কিভাবে মওদুদ আহমেদ বিএনপিকে শেষ করে দিচ্ছে? এই মওদুদ আহমেদ, সাকা চৌধুরীরা বিএনপিকে শেষ করে দিচ্ছে, দিবে। বিএনপি সমর্থকরা যতটা লীগকে নিয়ে চিন্তিত তার ২/১০ ভাগও বিএনপিকে নিয়ে করেননা!!!! কি বিচিত্র! ভাইয়ারা আপ্নারাও কি বিএনপিকে বাচাতে চাননা? বিএনপির শেষ হয়ে যাওয়া যে বাংলাদেশের জন্যই ক্ষতিকারক!! যদিনা আরেকটি দল আসে। বিএনপির সকল সমর্থকদের বলতে চাই এবার নিজের দলের দিকে তাকান।

আবেগ দিয়ে কিছু চলেনা। আপ্নারাই আপ্নাদের দলটাকে শেষ করে দিচ্ছেন। একদিকে জামাত, আরেকদিকে মওদুদ। সোচ্চার হন এদের বিরুদ্ধে। বিএনপিকে শেষ করতে আ.লীগের দরকার নেই।

বিএনপিই যথেষ্ট!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.