আমাদের কথা খুঁজে নিন

   

বিষন্ন মুহূর্তের আমার আগোছালো ভাবনা গুলো !

২৩ শে নভেম্বর, ২০১২ থেকে আমার ব্লগিং শুরু মনটা আজ খুব বিষন্ন। নৈরাশ্য কেনো যেনো চারদিকে ঘন কালো মেঘের রূপ ধারণ করে হৃদয়কে আচ্ছন্ন করতে চাচ্ছে। মনের অতি চেনা জানা সেই স্থানগুলো যেখান থেকে আমি প্রতিনিয়ত পাই সুন্দর সুন্দর চিন্তা, সাধের বিশালতা আর সাধ্যের ছোট্ট গন্ডির মধ্যেও ভালো কিছু করার চরম উৎসাহ সেই স্থান গুলো যেনো ক্রমশই ঘন কালো অন্ধকারে অদৃশ্য হয়ে যাচ্ছে। টর্ণেডোর প্রবল ধাক্কায় সদ্য লন্ডভন্ড হয়ে যাওয়া বিদ্যুৎহীন দূর্গম কোন উপকূলীয় জনপদে যেনো আমাবশ্যার নিকোশ কালো অন্ধকার নেমেছে। মনে হচ্ছে নিকট অতীতেও হৃদয়ের এই দুর্যোগপূর্ণ আকাশে দূর নক্ষত্রের মিটি মিটি আলো দেখার সম্ভবনাও ক্ষীণ ।

তারপরেও হাল ছেড়ে দিচ্ছিনা। পৃথিবীর কোন কিছুই যে স্থায়ী নয় এই বিশ্বাসটুকু অন্তত হারিয়ে ফেলিনাই এই আঁধারে। হয়তো সামনে ভালো কিছুর অর্জনের মাধ্যমে প্রাপ্ত তীব্র আনন্দ অনুভূতির অজানা মাত্রা উপলব্ধির জন্য নিজেকে তৈরী করার এক চরম পরীক্ষায় ফেলেছেন সৃষ্টিকর্তা। আশা নিরাশার দোলায় পেন্ডুলামের মতো দোদুল্যমান থেকে কোনটিকে বেছে নিই যেনো এটিই দেখতে চাচ্ছেন তিনি। তাই সবার কাছে দোয়া চাই জীবনের বাস্তবতার চরম কষাঘাতে জর্জরিত মুহূর্তগুলোর এধরণের প্রতি বাঁকে বাঁকে যেনো সঠিক সিদ্ধান্ত গুলোই নিতে পারি।

হতাশার অন্ধকারে সাময়িক হারিয়ে যাওয়া অনুপ্রেরণার স্থানগুলোতে আশার প্রদ্বীপ জ্বালিয়ে তার স্বরূপ উপস্থিতি যেনো আবার ফিরিয়ে আনতে পারি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।