আমাদের কথা খুঁজে নিন

   

নটির মসজিদ

সুখীমানুষ সাহিত্যের কথায় যদি বলি - অন্ধকারে মুখমুখি বসে যিনি দুদন্ড শান্তি দেন তিনি হন বনলতা সেন। আর বাস্তবে? অন্ধকারতো নয়ই বরং হাজার বাতির ঝলমল করা প্রাসাদে শত পারিষদের সম্মুখে যিনি রাজাকে একটু নেচে মনোরঞ্জন করেন তিনি হয়ে যান নর্তকী। আর নর্তকীকে আড়ালে সবাই নটি বলেই ডাকেন। ইংরেজীতে নটি মানে আদর করে দুষ্টও বলা চলে। কিন্তু বাংলার এই নটি সেই নটি না।

এই নটির আর একটি আভিধানিক প্রতিশব্দ হল বেশ্যা। কুমিল্লা শহরে একটি মসজিদ আছে যার নাম নটির মসজিদ। প্রায় দুইশতাধিক বছর ধরে এই ইটের গাঁথুনিটি এই নামে পড়ে আছে। ঘটনাটা খোলে বলি... (বলার আগে... এই বিষয়ে কে কি জানেন যদি বলতেন তবে লেখাটা আরো বেশী ইনফরমেটিভ হতো। তাই একটু অপেক্ষা করছি আপনাদের সাহায্যের জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।