আমাদের কথা খুঁজে নিন

   

ভুলের সমীকরণ

ওটা আমার ভুল ছিল এবং একান্তই অনিচ্ছাকৃত মাঝে মাঝে ভুলগুলিকে যে নিজের ভাবতে ইচ্ছা করেনি তা নয় আঙুলের নখ কামড়ে ভোতা করেছি চোখের উপরে বাড়িয়েছি আধুনিক নজরদারী তারপরও, ভুলগুলিকে নিজের করতে পারিনি সেগুলো আমার অনিচ্ছার ফসলের মতো তোমার শরীরের মধ্যে অংকুরীত হয়েছে ভেঙ্গেছে সকল আদিম শৃংখল, তুমি এখন সমাজবন্দী তুমি এখন ভুলবন্দী আর আমি, অনিচ্ছাকে ঝেড়ে ফেলে উপবাসে যাযক জীবন কাটাই প্রতিটি প্রহর গুনে গুনে ঘরে তুলি বাষ্পায়িত চোখেও দেখি ভুলের মধ্যে সঠিক সমীকরণ শুধু তুমি এখন সন্দেহের দেয়ালের ওপাশে আমার ভুলের মধ্যে পথ হাঁটো একা একা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।