আমাদের কথা খুঁজে নিন

   

অভ্যুত্থানচেষ্টা: দুজনকে গ্রেপ্তারে ইন্টারপোলের সাহায্য কামনা 

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি এম ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই অভ্যুত্থানের সঙ্গে জড়িত ইশরাক আহমেদ ও মেজর জিয়াকে ইন্টারপোলের মাধ্যমে খুঁজে বের করার সুপারিশ করা হয়েছিল। আজ বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দুইজনকে ইন্টারপোলের মাধ্যমে খুঁজে বের করার প্রক্রিয়া শুরু হয়েছে। ”
সেনাসদর থেকে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলেও ইদরিস আলী জানান।
তিনি বলেন, “সংসদীয় কমিটির সুপারিশে এ ব্যবস্থা নেয়া হয়েছে।


২০১২ সালের ১৯ জানুয়ারি সেনাবাহিনী এক সংবাদ সম্মেলনে জানায়, সরকার উৎখাতে ধর্মান্ধ কয়েকজন সেনা কর্মকর্তার একটি অভ্যুত্থান পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।
সে সময়ই প্রবাসী ব্যবসায়ী ইশরাক আহমেদ ও মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হকের নাম আসে, যারা ওই অভ্যুত্থান চেষ্টার মূল পরিকল্পনাকারী বলে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়।   
সংসদীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই দুই জনের অবস্থান সম্পর্কে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ”
অবশ্য গত বছর ১১ সেপ্টেম্বর সংসদীয় কমিটির এক বৈঠকের পর জানানো হয়, অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে নজরদারি বাড়ানো হয়েছে এবং ইশরাক আহমেদ ‘সম্ভবত’ থাইল্যান্ডে  আছেন।


জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ারও সুপারিশ করা হয় কমিটির ওই বৈঠকে।
গত বছরের ৯ ফেব্রুয়ারি কমিটির ১৯তম এবং ২২ এপ্রিল ২০তম বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়।
এম ইদ্রিস আলীর সভাপতিত্বে মঙ্গলবারের বৈঠকে কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মো. মুজিবুল হক, নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মঞ্জুর কাদের কোরাইশী এবং প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে এম এ মান্নান উপস্থিত ছিলেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. খোন্দকার মো. আসাদুজ্জামান, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেনেন্ট জে. মো. মইনুল ইসলাম, নৌ-বাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মো. ইনামুল বারী বৈঠকে উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।