আমাদের কথা খুঁজে নিন

   

রামকৃষ্ণ আশ্রমে ডাকাতি

পুলিশ জানায়, ডাকাতির সময় বাধা দিতে গেলে তারা আশ্রমের মহারাজ সাতবিদ্যানন্দজীকে মারধর করেছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে।
কোতোয়ালি থানার ওসি এমদাদ হোসেন জানান, মুখোশধারী একদল ডাকাত গ্রিল কেটে আশ্রমে ঢুকে নগদ অর্থ ও গহণা লুট করে। এ সময় তারা আশ্রমের নৈশ প্রহরী আবু বক্করকে বেঁধে রেখেছিল।
ডাকাতের মারধরে আহত মহারাজকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


এ ঘটনায় আরেক মহারাজ আত্মবিভানন্দজী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
জিজ্ঞাসাবাদের জন্য আশ্রমের সামনে থেকে মামুন নামে এক রিকশাচালককে আটক করা হয়েছে।
যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে তিনি জানান।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস রতন জানান, ডাকাতরা অফিস কক্ষ থেকে ৬০ হাজার টাকা এবং মন্দিরের শ্রীকৃষ্ণের বিগ্রহ থেকে গহণা লুট করে।
আশ্রমের অধ্যক্ষ মহারাজ জ্ঞানপ্রকাশানন্দজী বর্তমানে ঢাকায় রয়েছেন বলে জানান তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।