আমাদের কথা খুঁজে নিন

   

আসন্ন ৪র্থ বাংলা ব্লগ দিবসের সবচেয়ে সেরা প্রস্তাবনা (রম্য রচনা)- সাথে থাকছে মজার ছবি ব্লগ

শোনা যাচ্ছে আগামী ১৯ ডিসেম্বর নাকি জাতীয় ব্লগ দিবস। সবাই নাকি সেরাম প্রস্তুতি নিচ্ছে। আঞ্চলিকভাবে বিভিন্ন পিলান, মিটিংও নাকি হচ্ছে। মুইও চিন্তা করতেছি কিভাবে কি করা যায়। মুই নিজে অবশ্য আঞ্চলিক ব্লগ দিবসের পুরাই বিপক্ষে তার কারন নিচে পড়লেই বুঝবার পারবেন।

যাইতে একটু ভয় করতাছে কারন নতুন ব্লগারদের আবার পুরাতন ব্লগাররা কিছু হলেই উত্তম-মধ্যম দেই কিনা? রেডী........৩...২..১.০ অ্যাকশান ঢিশুম....ঢিশুম....ইয়ালি ঢিশুম......(থুক্কু শুরু করা যাক) ১৯ ডিসেম্বর ভোর বেলা সকাল সকাল ঘুম থেকে উঠার জন্য জানা আপু সব মেয়ে ব্লগারদের মিস কল দিবেন আর আরিল ভাই ছেলে ব্লগারদের। ছেলে ব্লগার সংখ্যায় বেশি হওয়াই আরিল ভাইকে একটু বেশি কষ্ট করতে হবে, ছেলেদের একটু বেশিই স্যাক্রিফাইচ করতে হয় কিনা! । টেকনাফ থেকে তেতুলিয়ার সব ব্লগারগণ আসিতেছে.......। এরপর পূর্ব নির্ধারিত স্থান- ঢাকা জাতীয় ছিঁড়িয়াখানার উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত হইতে ব্লগারগণ স্লোগান দিতে দিতে হাতে হ্যারিকেন আর গলায় বিশেষ পরিচয় পত্র লইয়া কুয়াশা ভেদ করিয়া মূল ফটক দিয়া অনুপ্রবেশ করিবে। ঢাকার ব্লগাররা অবশ্য একটু দেরি করিবেন এটাই স্বাভাবিক, কাছের লোকেরা নাকি ট্রেরেন ফেল করিয়া থাকেন।

তবে যদি বিশেষ বাস সার্ভিস এর ব্যবস্থা করা হইয়া থাকে তাহলে অবশ্য আলাদা কথা (ফ্রি বলিয়া কথা)। এই জন্য অবশ্য ৭, ৮ ও ১৩ নাম্বার বাস সার্ভিসকে রিজার্ভ করা যাইতে পারে। ব্লগার ও বিশেষ অতিথিদের জন্যে ব্যাবস্থা করা হইবে ৩ স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় । বিশেষ স্নাইপার বাহিনী। ।

বিশেষ স্থল ও আকাশ নিরাপত্তা বাহিনী। সব ব্লগারদের উপস্থিতি সকাল সকাল নিশ্চিত করিয়া এবার চিড়িয়াখানার সব পশু-পাখিদের শিক কাটিয়া খাঁচা থেকে অবমুক্ত করিয়া করতালির মাধ্যমে অনুষ্ঠান এর আরম্ভ করা যাইতে পারে। এই পর্যায়ে জাতীয় ব্লগার সঙ্গীত গাহিতে গাহিতে সকল ব্লগারগণ লাইনে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করিবেন এরপর আরম্ভ হইবে সব ব্লগারদের যেমন নিক তেমন সাজো প্রতিযোগিতা। যেমন সাদা মানুষ নিক - পুরা দেহে সাদা পেইন্ট করে মেকআপ করিবে, লৌহমানব নিক সাজিবে লোহার জিঞ্জির-টিঞ্জির পড়িয়া, আবার ডিস্কো বান্দর বান্দরবেশে, ব্যাটম্যান নিক সাজিবেন ব্যাটম্যান এর (আরো অনেক মজার মজার নিক আছে যেগুলো সাজলে অনেক বিনুদন পাওয়া যাইবে )............... এই জন্য প্রত্যেক প্রতিযোগীকে আগে থেকে কসটিউম ও অন্যান্য প্রস্তুতি নিতে পারেন। উদাহরণস্বরূপ ব্যাটম্যান এর নিক অনুসারে যেমন নিক তেমন সাজো এর প্রতীকী ছবি।

সব থেকে ভালো যিনি সাজিবেন তিনিই সার্থক নিক হিসাবে পুরষ্কিত হইবেন। সকালের পর্ব এইখানেই সমাপ্ত। সকল ব্লগারগন দুপুরে লাঞ্চ টিফিন বাটিতে কষ্ট করিয়া যা এনেছেন তাই নিজ দায়িত্বে গলাধঃকরণ করিবেন। যাহারা খাবার আনিতে ভুলিয়া যাইবেন তাহারা চিড়িয়াখানার পশুপাখিদের খাবারে ভাগ বসাইতে পারিবেন। দুপুরে খাবার খাইয়া যে যেখানে পারিবেন কিছুক্ষন ঝিমানি মাইরা লইবেন।

বিকেল শুরু হইতেই অনুষ্ঠানের মূল পর্বের শুরু হইবে। যাহাদের বাথরুম চাপিবে তাহারা দয়া করে লাইন এ দাঁড়াইবেন। কারন বাথরুম পশুপাখি ও ব্লগার মিলে সর্বসাকুল্যে একটাই। । এই ছবিতে আমরা কুকুরের পেরস্রাব করবার লাইন দেখিতে পাইতেছি।

মূল পর্বের শুরুতেই বিভিন্ন ব্লগের কর্ণধারগণ বিভিন্ন বিষয়ে বকবক করিতে থাকিবেন। এটা সব অনুষ্ঠানেই হইয়া থাকে, কাজেই কান বন্ধ করার জন্য সাথে করে অবশ্যই শক্ত বাঁশের খিল নিয়া আসিবেন। এইবার সবচেয়ে আকর্ষণীয় পর্ব- কার হতে মুঞ্চায় সেরা ব্লগার ২০১২? এই পর্বটি সঞ্চালন করিবেন ভারতের বিখ্যাত বচ্চন পরিবারের সেলিব্রেটি অমিতাভ বচ্চন। শেষ পর্যন্ত যে ব্লগার তার প্রতিটি পুষ্টের লাইন বাই লাইন হুবহু বলিয়া দিতে পারিবেন তিনিই সেরা ব্লগার হিসেবে ভূষিত হইবেন। আমি আসছি আপনাদের কাছে, বি রেডী- কার হতে মুঞ্চায় সেরা ব্লগার ২০১২ তারপর ক্রমানয়ে ২য়- ১০ম সেরা ব্লগার ঘোষিত হইবে।

এটির পুরস্কার হাতে তুলিয়া দেবেন............. নাহ এতো ঝামেলা আর কষ্ট কেউ করিতে নাহি চায় বিধায় স্ব-দায়িত্বে তাহারা অনুষ্ঠানের পর বুঝিয়া লইবেন। সন্ধ্যায় স্ন্যাক্স হিশেবে দেওয়া হইবে ঝালমুড়ি, সবাইকে ঝাল মুড়ি স্পন্সর করিবেন বাংলাদেশি ভাজামুড়ি কোম্পানি "মুড়িখা"। তারপর শুরু হইবে বিখ্যাত শিল্পী র‍্যামস্টেইন এর কনসার্ট। কনসার্টটি শুনিয়া চিড়িয়াখানার সব পশুপাখিগন ও বাচ্চা ব্লগাররা লজ্জায় পালাইয়া যাইবে। আসলে এটা তাহাদেরকে দূরে রাখার একটা কৌশল মাত্র কারন তাহারপরেই..... ।

গোপনে চিড়িয়াখানার একপাশে গার্ডসহ রাখা থাকবে লাল পানির বোতলসমুহ। কনসার্ট এ বিলিয়া দেওয়া হইবে। এরপরেই আসল মজা- গান গাহিতে আসিবেন বিশ্ব বিখ্যাত পপ তারকা জেনিফার লোপেজ, শাকিরা, ও কেশা। এই তিন পপ তারকা এই প্রথম এক ষ্টেজে গান গাইবেন। এই রেকর্ড সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করিবে বলে আশা করা যাইতেছে।

ছবিতে আমরা এই তিন তারকাকে ব্যাপক আগ্রহ নিয়ে আমাদের বাংলা ব্লগ দিবসের জন্য অপেক্ষা করিতে দেখিতেছি। আর লিখতে ভালা ঠেখছে না। এরপর আপনারাই ঠিক করেন কার কিভাবে কি করতে মুঞ্চায়। বি. দ্র. ঃ মুই কিন্তু আগেই কইয়া নিছি এটা একটা রস রছনা- কাউকে ব্যক্তি আক্রমন নয়, তবুও লেখার কোন চরিত্র, ঘটনা বা প্রেক্ষাপট কারোর সাথে মিলে গেলে সেটা নিছক কাকতালীয় ব্যাপার। এই জন্য মুই সরি!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।