আমাদের কথা খুঁজে নিন

   

সাভার ট্রাজেডি ও আমার কিছু অভিজ্ঞতা

মন কি যে চায়...... সাভার ট্রাজেডি নিয়ে সবাই কয়েক দিন দেখলাম বেশ মেতে আছে। ফেসবুকে স্ট্যাটাস আর ছবিগুলো দেখে মনে হয় আমরা আসলেই সাহসী ও মানবিক জাতি। স্পটে যেতে পারি আর না পারি ঘরে বসে অন্তত সাপোর্ট তো দিচ্ছি। তাই বা দেয় ক’জন। আমরা তো আমদের মন্ত্রী এমপিদের মত উল্টা-পাল্টা কথা বলি না বা ভিআইপি ব্যক্তিদের মত স্থান পরিদর্শন করতে গিয়ে কাজের ব্যঘাত করসি না।

এত মানবিক হওয়ারও যে একটা খারাপ দিক আছে সেই টা আমি বুঝলাম। কারন আমারও অভিজ্ঞতা হয়েছিল সাভার যাওয়ার। তবে দামি সেখানে অবশ্য সাহায্য করতে যায় নাই। গিয়েছিলাম জাবি তে আমার কাজে। তবে যেতে গিয়ে কিছু দারুন অভিজ্ঞতাও অর্জন করলাম।

অ্যাম্বুলেন্স যাওয়ার সুবিধার্থে রাস্তা আটকে দেয়া হয়েছে, তাই হাটতে হল আনেক দূর। তবে এটাকে আমি সাধুবাদ জানায়। কিন্তু যখন কাছাকাছি গেলাম, ঠিক কাছাকাছি নয় তবে বলা যায় আর কি দেখলাম সবার হাতে লাঠি। বাঙ্গালির বড় অস্ত্র। লাঠি হাতে পেলেই সবাই রাজা।

যাই হোক রাস্তা আটকানোর জন্য এত লোকের হাতে লাঠি নেয়ার প্রয়োজন ছিল বলে আমার মনে হয়নি। তবে অনেককেই দেখে মনে হয়েছে যে ও লাঠি হাতে তাহলে আমার হাতে থাকবে না কেন? ভাল। সমস্যা নেই। এর পর রাস্তা সম্পূর্ণ আটকে দিল কিছু জায়গা। আমার কাজ ছিল তার উপর টায়ার্ড তাই অন্যদের দেখাদেখি বাগানে ভিতর ঢুকলাম।

কিন্তু রাস্তা নাই। বাঙ্গালির কাছে কোন সমস্যাই প্রব্লেম না। বেড়া ভেঙ্গে বের হলাম। এবার দেখি আরও আজব কাহিনী লোকের সংখ্যা ষদু বাড়ছে। বর্তমানে সবার হাতে চাইনিজ মোবাইল।

দেখি লোকজন ভিডিও করছে। আমার কাছে মনে হল এরা যেন সার্কাস দেখতে আসছে। আরও অবাক হলাম যখন দেখলাম ভবনে একজন উদ্ধারকারী মোবাইলে লোকজনের ভিডিও করছেন, যেন এত লোক আর কোন্দিন দেখেন নাই। হায়রে আজব পাবলিক। আমার মনে হয় লোকজন যদি শুধু শুধু ভিড় না করত তবে উদ্ধার কাহ আরো দ্রুত হত।

তবে যারা আক্লান্ত পরিশ্রম করেছে তাদের দেখে আমি অবাক হয়েছি। এদের দেখে আমার বলতে ইচ্ছে হয়............আমি বাঙালি, আমি গর্বিত বাঙালি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।