আমাদের কথা খুঁজে নিন

   

নোঙ্গর তোলার সময় হলো ... সজিব তৌহিদ

I am waiting for someone and I know she will ever come. রংপুর থেকে নোঙ্গর তুলতে আরো কমপক্ষে দু’টা মাস সময় লাগবে। ঢাকা যাওয়ার পরে হয়তো বা রংপুর শহরটাকে খুব বেশি মিস করব। কারণ এই শহরের সাথে আমার ৬ বছরের বন্ধুত্ব । শহরের পথ- ঘাট আর রমণীদের সাথে নিষ্কঠক ও নিমর্হ সম্পর্ক খুব দৃঢ় না হলেও তুচ্ছ নয়। প্রেম না থাকার কারণে রংপুরের প্রতি পিছু টান না থাকলেও ভালোবাসার তো কমতি নেই এ অঞ্চলের জমি, বাড়ি, গাড়ি আর নারীর প্রতি। সে টানেই হয়তো বা মাঝে মাঝে ফিরে আসতে হবে কেডিসি রোডের কপি হউসে, মুরগি ফার্ম মোড়ের মানিক মামার হোটেলে,কাইজেলিয়া রোডে, জিরো পয়েন্টে কিংবা কারমাইকেল ক্যাম্পাসের কোন স্থনে। কিন্তু দু:খ একটাই ফিরে এসে রমণীবিহীন চায়ের কাপে ঝড় তুলতে হবে কোন ছেলে বন্ধুর নিরস আড্ডায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।