আমাদের কথা খুঁজে নিন

   

নোঙ্গর

নোঙ্গর কাজী খোরশেদ আলম প্রাচীরে ঘেরা পৃথিবী আমায় মুক্তি দেয়- উড়ে বেড়াই আকাশের নীল রঙ্গে মিশে অরন্যের সবুজের সঙ্গে আলিঙ্গণ করি। ধরিত্রির রন্ধ্রে রন্ধ্রে পরিভ্রমন করে রস-যশ, লাবণ্যর স্বাধ উপভোগ করি প্রসন্ন মনে ঘুরে বেড়াই জলাশয় লোকালয় গিরি গুহায়। জীর্ণ দেহে কৃষ্ণ প্রহরে উদাসীন ভাবে চলতে চলতে জীবনের কোন এক প্রান্তে এসে অবসানের নোঙ্গর ফেলি অবরুদ্ধ কুঁিটরে শৃঙ্খলাবদ্ধ চরণে। বন্ধুর রাস্তা অতিক্রম করার মনোবল স্তম্ভিত-স্বব্ধ-মন্থর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।