আমাদের কথা খুঁজে নিন

   

কাতারের নপুংসক রাজার কাণ্ড দেখুন

মধ্যপ্রাচ্যে নতলিংক আরব শাসকদের কাণ্ডকারখানা দেখে মাথা ঠিক রাখা কঠিন। এই নপৃংশক রাজারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে আমেরিকা-ইসরাইলের মত মানবতার শত্রুদের সঙ্গে বুক মেলাতে দ্বিধা করে না। নিজ ভাই ফিলিস্তিনিদের ওপর ইসরাইল নৃশংস বর্বরতা চালালেও আরব শাসকরা তা দেখেও না দেখার ভান করে। নিজেদের মসনদকে পাকাপোক্ত করার জন্য এরা জনগণের ওপর নয় নির্ভর করে মার্কিন সেনাদের ওপর। ব্যাপারটা খুলেই বলি।

কাতার সরকার দেশটিতে মার্কিন সেনা উপস্থিতির 'সব খরচ' বহন করার প্রস্তাব দিয়েছিল বলে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আরব লীগের সাবেক মহাসচিব আমর মুসা। লন্ডন থেকে প্রকাশিত আরবি দৈনিক আল-হায়াতকে দেয়া এক সাক্ষাতকারে মুসা বলেছেন, কাতারকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার শর্তে এ খরচ দিতে রাজী হয়েছিলেন কাতারের আমীর। আরো দেখুন এখন আপনারাই বলুন আলখেল্লাধারী এই দালালদের কী করা উচিত? এখানে আরেকটা তথ্য জানিয়ে রাখি, গাজা উপত্যকায় হামাস শীর্ষ নেতাদের অবস্থানের খবর ইসরাইলের কাছে পাচার করতে কাতারের রাজা শেখ হামাদ বিন খলিফা আস সানি গত ২৩ অক্টোবর গাজা সফর করেছিলেন। গাজা সফরকালে কাতারের আমির হামাস নেতাদের বিশেষ ধরনের ‘ঘড়ি ও বলপয়েন্ট কলম’ উপহার দেন, যা ইসরাইলের উপগ্রহকে সুনির্দিষ্ট তরঙ্গের সিগনাল প্রেরণ করতো। ইসরাইলি সেনাবাহিনী ওই সিগনালের মাধ্যমে হামাস নেতাদের অবস্থান সনাক্ত করে তাদের ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.