আমাদের কথা খুঁজে নিন

   

সুশীলের স্বরূপ

আমি কেবলই আমার মতো সত্য কখনো নিরপেক্ষ নয়। তেমনি মিথ্যাও। এর মাঝামাঝি কোনকিছু নাই। নিরপেক্ষ বলে আমরা যা জানি ও বুঝি এবং যাদেরকে আমরা সুশীল জ্ঞান করছি তারা মূলত সত্যের পক্ষের মানুষ হওয়ার কথা। অষ্টাদশ শতকে সুশীল বলে যে শ্রেনীটির উদ্ভব ইউরোপে দেখা গেছে এবং উনবিংশ শতকে বিস্তার লাভ করেছে সেটার 'মৌলিক ভিত্তি' তাত্ত্বিক ও ব্যবহারিকভাবে সত্যের পক্ষে অবস্থান নেওয়া। কিন্তু আমাদের দেশে লুম্পেন মধ্যবিত্ত থেকে উত্থিত সুশীলেরা সেই সংজ্ঞা ও দর্শনকে ভুলে গিয়ে অথবা আত্মস্থ করতে অক্ষম হয়ে তারা সত্য ও মিথ্যার সঙ্গে 'চেক এন্ড ব্যালেন্স' করে একধরনের 'নিউ' নিরপেক্ষতা আনয়ন করেছেন। যা সুবিধাবাদীতার নামান্তর। এরা সত্যের পক্ষে অবস্থান নিতে ভয় পায়, তাই দুই বা তিন বা চার বা বহুপক্ষের মাঝখানে দাঁড়িয়ে 'চেক এন্ড ব্যালেন্স' তত্ত্ব জাহির করে নিজেদের অক্ষমতা প্রমান করে প্রতিনিয়ত।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।