আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচমিশালী... ...

অপেক্ষায় আছি সেই পলিনেশিয়ান তরুণীর যার বাম কানে সাঁজানো লাল জবা... ১. একটা মজার গল্প বলিঃ Cap'n Crunch হচ্ছে একটা ব্রেকফাস্ট সিরিয়াল। Quaker Oats Company নামে একটা এমেরিকান কোম্পানি ১৯৬৩ সালে এটা বাজারে আনে। তো এই সিরিয়ালের অনেকগুলো ভেরিয়েশনের একটা হলো Cap'n Crunch with Crunchberries. ২০০৯ সালে Janine Sugawara নামে এক ভদ্র মহিলা আদালতে মামলা করতে যান পেপেসিকো, ইনক এর বিরুদ্ধে। এখানে উল্লেখ্য Quaker Oats Company কে পেপসি ২০০১ সালে কিনে নেয়। যাহোক মাহিলার মামলার বিষয়বস্তু কি? তিনি দাবী করছিলেন গত চার বছর ধরে তিনি Cap'n Crunch with Crunchberries খেয়ে আসছেন এবং এর ভেতরে যে বেরি আছে তা তিনি আসল মনে করেছেন।

যেহেতু বেরিগুলো আসল নয় সেহেতু তিনি নিজেকে প্রতারিত মনে করে কেস করতে এসেছেন। বেচারা জাজ, কি আর করা! তিনি কেস করতে দেননি। তাঁর মতে এটা কমন সেন্সের ব্যাপার। এ নিয়ে মামলা হয়না!! ২. বৃষ্টি বন্দনা// ========================= বৃষ্টি হবে বলে তুমি বাইরে এলেনা বৃষ্টি হলোনা শুধু হাওয়ার ঝাপটা তুমি এলেনা তবু বৃষ্টি ঝরে পরে বৃষ্টি ঝরে পরে চোখের কার্নিশে। ।

বৃষ্টি এলো তাই তুমি লুকোলে বারান্দায় ওখানে জলের ঝাপটা ভেঁজা বাতাসের কান্না। । বৃষ্টি হবে বলে তুমি আমি আমরা হাসি কান্নার নোনা জলে কার্নিশে জলের ঝাপটা। । ৩. "দিনগুলি মোর সোনার খাঁচায় রইলোনা, সেই যে আমার নানান রঙের দিনগুলি... ..." এই গানটা মোটামুটি বিরহাত্মক এবং নস্টালজিক গান।

বোঝাই যায় একসময় দিনগুলি "সোনার খাঁচায়" ছিল। কিন্তু আসলে কি তাই? নিজেই ভাবুনতো যখন ছোট ছিলেন তখন বারবার ভেবেছেন না "ইস কবে বড় হবো, কবে বাবার মত শেভ করবো, কবে বাবার-বড় ভাইয়ের-চাচার মত অফিসে যাবো..."!! এই বড়বেলায় এসে দেখুন সেই আপনিই আবার বলছেন "আহারে যদি আবার ছোটবেলায় ফেরত যেতে পারতাম, যদি এসব চাকরী টাকরির ঝামেলা না থাকতো..."!! যার অফিসে প্রতিদিনই শেভ হয়ে যেতে হয় সেই বেচারার কথা ভাবুন! তো আসলে জীবনটার এপাশ-ওপাশ, একাল-ওকাল সব জায়গাতেই আক্ষেপ, দিনগুলি আক্ষেপে মুড়িয়ে সোনার খাঁচায় থাকে কি করে!! ৪. "If you can't run, you crawl. If you can't crawl-- you find someone to carry you." -- Joss Whedon ৫. Take my love, take my land / Take me where I cannot stand / I don't care, I'm still free / You can't take the sky from me / Take me out to the black / Tell 'em I ain't comin' back / Burn the land and boil the sea / You can't take the sky from me / There's no place I can be / Since I found serenity / But you can't take the sky from me... (Firefly tv series) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।