আমাদের কথা খুঁজে নিন

   

একটি পাঁচমিশালী কথামালা'র সম্ভার-১



মানুষ প্রতিদিনই বিভিন্ন উপদেশ, মন্তব্য ইত্যাদির সম্মুখীন হয়, কোনটা ভাল, কোনটা মন্দ আবার কোনটা অর্থহীন। এমনই কিছু কথামালা নিয়ে আজকের এই লেখা। প্রতিটি উক্তির সঙ্গে আবার নিজস্ব কিছু বিশ্লেষণ-ও যুক্ত করে দিলাম ১। "কারো সাথে মেজাজ দেখিও না, তোমার মনে যা-ই থাকুক, সেটা তোমার কাছে, নিজের মন খারাপ অন্যের উপর ঝাড়া ঠিক না" বিশ্লেষণঃ এটা মেনে চলা প্রত্যেকের উচিৎ বলে মনে করি ২। "অযথা কারো মনে আঘাত দেওয়া ঠিক না, এমন আঘাত তুমি নিজেও অন্যের কাছে থেকে পেতে পার, এটা মনে রেখ" বিশ্লেষণঃ ধ্রুব সত্য, অনেকেই এটার প্রমাণ পেয়েছেন বলে মনে করি ৩।

"তুমি যাকে ভালবাসো, সে তোমার জন্য এতটাই স্পেশাল যে যার তার সাথে আলোচনা করে তাকে খেলো করে তোলা অত্যন্ত অনুচিৎ" বিশ্লেষণঃ যৌক্তিক উক্তি কোন সন্দেহ নেই, তবে সব আলোচনা কিন্তু "খেলো" করার জন্য না ৪। "মেয়েদের আল্টিমেট লক্ষ্য ঘর-সংসার করা, এত পড়ে বা চাকুরী করে কি হবে?" বিশ্লেষণঃ জনৈক ভদ্র(!)লোকের মূল্যায়ন, সম্ভবত এ পর্যন্ত পাওয়া সবচেয়ে ফালতু উপদেশ ৫। "নিজেকে জাহির কোরো না অন্যের কাছে, এতে নিজের অক্ষমতাই প্রকাশ পায়" বিশ্লেষণঃ সুন্দর উক্তি, সবাই যদি এমনটা বুঝত! ৬। "কিছু অপদার্থ মানুষ অর্থের বিনিময়েও নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে চায় না। তাদের বোঝা উচিৎ, তারা যে টাকাটা পায় সেটা নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা ও অন্যের স্বার্থরক্ষার জন্য, নিজেদের আখের গুছিয়ে মানুষকে কষ্ট দেওয়ার জন্য না" বিশ্লেষণঃ একজন প্রিয় শিক্ষকের মন্তব্য, অসাধারণ বিশ্লেষণ।

৭। "মেয়েমানুষ কোন কাজের না" বিশ্লেষণঃ ৮। "নাকফুল কেন পড়ো? তা-ও আবার ডানদিকে! এতে কিন্তু স্বামীর অমঙ্গল হবে.....ওহ এটা বলে তো লাভ নাই, তোমার তো বিয়েই হয় নি" বিশ্লেষণঃ হাস্যকর যুক্তি ৯। "হেই ডার্লিং, কালকেই সিঙ্গাপুর থেকে ফিরলাম, ম্যান , আর ওখানে গিয়ে পোষায় না, সো ডাল এ্যান্ড স্টেল, ইউউউ (Ewww!) এনিওয়েজ, ড্যাড আজকে একটা আইপ্যাড কিনে দিল, কাল বার্থডে-তে ডায়মন্ড রিংস না পেলে আ'ম নট গনা সেলিব্রেট ইউ নো......ব্লা ব্লা ব্লা......" বিশ্লেষণঃ তোর টাকার গল্প শুনার টাইম নাই ১০। "আরে আমরা শুধু ভাল বন্ধু, সিরিয়াস কিছু না।

আমি মা-বাবার পছন্দেই বিয়ে করব" বিশ্লেষণঃ তোরে প্রেম প্রেম ভাব ধরতে কে বলেছিল? (জানি না কারো ভাল লাগবে কিনা, লাগলে আরো পোস্ট করার ধৃষ্টতা দেখাব )

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.