আমাদের কথা খুঁজে নিন

   

অণুবীক্ষণ যন্ত্রের নিচে ইলেকট্রনিক ন্যানো সার্কিট - একটি ছবি ব্লগ

আউলা মাথার বাউলা পোলা। দৈনন্দিন জীবনে আমরা হরহামেশাই নানা ধরনের ইলেক্ট্রনিক যন্ত্র ব্যবহার করি। আর এখন এই তথ্য প্রযুক্তির চরম উন্নতির যুগে দিন ইলেক্ট্রনিক যন্ত্র ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হচ্ছে। এটা সম্ভব হয়েছে এগুলোতে লাগানো ইলেক্ট্রনিক সার্কিট এর আকার ছোট করার ফলে। প্রথম যুগে যেই কম্পিউটার একটা বাড়ির সমান ছিল, তা আজ হাতের মুঠোয়।

সার্কিটের ক্ষুদ্রকরণ হতে হতে এগুলা এখন মাইক্রো তারপরে ন্যানোমিটার রেঞ্জে চলে এসেছে। এক ন্যানোমিটার মানে হল এক মিটারের ১০০ কোটি ভাগের এক ভাগ। একবার ভাবুন তো? এত ক্ষুদ্র জিনিস দেখতে কেমন হতে পারে? নিশ্চয়ই দারুন হবে। আজকের এই ব্লগে তেমনি কিছু আণুবীক্ষণিক সার্কিটের আর কম্পিউটার এর মূল উপাদান ট্রানজিস্টরের ছবি দেখাব আপনাদেরকে। ১।

ম্যাগনেটিক কোর মেমরি ২। কম্পিউটার প্রসেসর ৩। আণুবীক্ষণিক ট্রানজিস্টর ৪। সারি সারি ট্রানজিস্টর ও তাদের ভিতর কানেকশন ৫। নানা রকম পার্টস দিয়ে বানানো সার্কিট অ্যাসেম্বলি ৬।

আরো একটা ৭। এটাকে বলে টিএফটি বা থিন ফিল্ম ট্রানজিস্টর। এটা দিয়ে এলসিডি ডিসপ্লে বানানো হয় ৮। এবার দেখুন মনিটরের প্রতিটা পিক্সেলে কিভাবে একটা করে টিএফটি সংযুক্ত থাকে কি কেমন লাগল? ধৈর্য ধরে অপেক্ষা করেন। আরো খবর আছে।

ন্যানোটেকনোলজির লেটেস্ট চমক হল গ্রাফিন। এটা হল মাত্র এক পারনামবিক কার্বনের পাতলা শীট বা কাগজ। এই বস্তু দিয়ে আইবিএম এর গবেষকরা নতুন সব ন্যানো সার্কিট তৈরি করছেন, যা আগের সিলিকন দিয়ে তৈরি সার্কিটের থেকেও আরো ছোট এবং ভাল কাজ দেয়। গ্রাফিন এর ট্রানজিস্টর গুলো অপেক্ষাকৃত দ্রুত কাজ করতে পারে। এবার গ্রাফিন বাবাজির কিছু ছবি দেখেন।

৯। ১০০ ন্যানো মিটার সাইজের ট্রানজিস্টর ১০। গ্রাফিন এর সার্কিট ১১। দেখুন গ্রাফিন ট্রানজিস্টর কিভাবে সিগনালকে বর্ধিত করছে ১২। এবার গ্রাফিন দিয়ে তৈরি সুপারফাস্ট ১০০ গিগাহার্জ গতির এর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর ------------------------------------------------------------------------- আজকে এই পর্যন্তই।

ছবিগুলা কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু। সবাই ভাল থাকবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।