আমাদের কথা খুঁজে নিন

   

তাজরিন গার্মেন্টসের মালিকের চৌদ্দ গুষ্টির পরিচয় দেখে নিন

ভালো কে ভালো বলি, খারাপ কে ঘৃণা করি! আশুলিয়ায় তাজরীন ফ্যাশন গার্মেন্টে অগ্নিকাণ্ডে ১১১ জন শ্রমিক নিহত হওয়ার পাশাপাশি ১৫০ কোটি থেকে ২০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানাটির মালিক দেলোয়ার হোসেন। ছয়টি কারখানার সমন্বয়ে গড়া তোবা গ্রুপের মালিক দেলোয়ার। জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের হাজরাবাড়ি বাজারের অদূরে ব্রাহ্মণপাড়া গ্রামের মো. আনিসুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন। এলাকায় একজন উদীয়মান শিল্পপতি হিসেবে তাঁর খ্যাতি রয়েছে। তোবা গ্রুপের মালিক দেলোয়ার পরিবারের বড় সন্তান।

ছোট ভাই লুৎফর রহমান ভাইয়ের শিল্পপ্রতিষ্ঠান দেখাশোনা করেন। পরিবারের সবাই ঢাকায় থাকেন। তোবা গ্রুপের মূল ফ্যাক্টরি ছিল তাজরীন ফ্যাশন। এই ফ্যাক্টরিতে এলাকার যাঁরা চাকরি করেন তাঁরা কর্মকর্তা পর্যায়ের। অগ্নিকাণ্ডে তাঁদের কেউ হতাহত হননি।

দেলোয়ার হোসেন স্ত্রী ও সন্তানদের নিয়ে সপরিবারে একসময় ঢাকার বাড্ডা এলাকায় বসবাস করতেন। বিয়ে করেছেন মেলান্দহ উপজেলার আদ্রা গ্রামে। কয়েক বছর আগে তাঁর শ্বশুর মোবারক হোসেন তাঁর দুই সন্তানকে নিয়ে স্কুলে যাওয়ার পথে হামলার শিকার হন। সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হয়ে পরে হাসপাতালে মারা যান। ওই হামলার সময় দেলোয়ার গাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যান।

বর্তমানে তিনি ধানমণ্ডিতে বাসা ভাড়া নিয়ে থাকেন। বিঃ দ্রঃ তার সকল গার্মেন্টসের উচ্চ পদস্থ সকল কর্মকর্তারা নিজের এলাকার লোক। অর্থাৎ জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের। তারা বেশির ভাগই এখন এলাকায় পালিয়ে আছে, তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার জোর দাবি জানাচ্ছি। তথ্যসুত্রঃ কালেরকণ্ঠ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.