আমাদের কথা খুঁজে নিন

   

কুয়ার তলায় আর্তনাদ

কুয়ার তলায় আর্তনাদ ------------------- পোশাকের স্তূপ থেকে ধূপ জ্বালিয়ে জ্বালিয়ে শিল্প তৈরি হয় ! বৈদেশিক মুদ্রার চকচকে এপিঠ-ওপিঠ দেখে বাহবা দেয় সরকারের কর্তাব্যক্তি ও আর্থনীতিকেরা আহ্লাদী ভাষায় এইসব শ্রমজীবীদের ‌‌'সোনার টুকরো' বলা হয় কিন্তু তারা কি জানে না--- কার কতটুকু হাড়ের ক্ষয় ? কার অশ্রুপাত ! কার কষ্টরাত ! কার জন্য তৈরি হয় মৃত্যুফাঁদ কুয়ার তলায় চলে যায় কার আর্তনাদ ! -------------------------------------------- নতুন দিগন্ত, এপ্রিল-জুন ২০১০-প্রকাশিত কবিতার শেষাংশ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।