আমাদের কথা খুঁজে নিন

   

সাময়িক পোষ্ট - ASP.NET শেখাব।

ঘুম থেকে জেগে দেখি মৃত্যু শিয়রে গুনছে প্রহর...... দু'সপ্তাহ আগে একটি সাময়িক পোষ্ট দিয়েছিলাম। ডটনেট প্রোগ্রামিং শেখাব। ছয়জনের কাছে থেকে সাড়াও পেয়েছিলাম। কিন্তু এক অজানা কারনে ৫ জন পিছিয়ে গেল। বাকী ১ জন কে নিয়ে কোর্স শুরু করাটা এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে।

সাময়িক পোষ্টটি হুবহু নিচে তুলে দিচ্ছি আবার। ----সাময়িক পোষ্ট---- ইউনিভার্সিটি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে পড়াশুনা করছেন বা পাস করে ফেলেছেন কিন্তু চাকরিতে ঢুকেননি আমি আবার বলছি চাকরিতে ঢুকেননি এখনও এমন যে কেউ যদি ওয়েব এপ্লিকেশন ডেভেলপম্যান্ট শিখতে চান নিচের মেইল একাউন্টে ফোন নম্বর সহ নিজের সম্পর্কে কয়েক লাইন (নাম, কোথায় পড়াশুনা করছেন, কোথায় থাকেন) লিখে দিলেই হবে। আমি কন্টাক্ট করব। যা যা শিখাব - -- Basic HTML & CSS2 -- ASP.NET Web development with C# -- MS SQL Server Database Manipulation with ORM (LINQ) শর্ত - ১) সপ্তাহে ২ দিন ক্লাশ - (শনি এবং রবি - আলোচনা করে সময় নির্ধারন করা যাবে) ২) বিনামুল্যে পড়াব না। কিন্তু কোচিংয়ের মতোও চার্জ করব না।

টাকা দিয়ে শিখতে আসলে একটা তাড়া থাকবে সেজন্য টাকা নেব। আমি আরও যা করতে পারি - কোর্সের মাঝে বা শেষে ইন্ডাস্ট্রি থেকে এক বা একাধিক ডটনেটের সিনিয়র ডেভেলপার দিয়ে ক্লাশ কন্টাক্ট করাতে পারি যাতে তারা তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারে। ----সাময়িক পোষ্ট---- পোষ্টটি দেয়ার পর ই-মেইলে কয়েকজন কিছু প্রশ্ন করেছিলেন। যেমন: রিমন ভাই প্রশ্ন করেছিলেন - কোর্সটি কমপ্লিট করার পর তিনি সম্পূর্ন ভাবে ওয়েব এপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন কিনা। আমার উত্তর ছিল - এর কোন সোজা সাপ্টা উত্তর নেই।

কারন ভাল ডেভেলপার হওয়ার জন্য প্রচুর প্র্যাকটিস আর ধৈর্য ধরে লেগে থাকতে হয়। একই প্রশ্ন মাসুদ জামান ভাইও করেছিলেন। মাসুদ জামান ভাই আমার টেকনিক্যাল প্রোফাইলও জানতে চেয়েছিলেন। - আমি গত ৩ বছর ধরে ডটনেটে ওয়েব এপ্লিকেশন ডেভেলপ করছি। তারও আগের ৩ বছর আমি ভিজুয়াল বেসিক ৬ -এ ডেস্কটপ এপ্লিকেশন ডেভেলপ করতাম।

আর আমার কেরিয়ারের পুরোটা সময় ডাটাবেজ হিসেবে মাইক্রোসফ্‌ট এসকিউএল সার্ভার - এ কাজ করেছি। মাসুদ জামান ভাই আরও জানতে চেয়েছিলেন ২টি ফ্রি ক্লাশ করা যাবে কিনা? - এর উত্তরটার জন্য আমি কিছুক্ষন চিন্তা করেছিলাম। নিজেকে কিছু প্রশ্ন করেছিলাম। যেমন: আমি শিক্ষার্থীদের ইমপ্রেস করার জন্যে প্রথম ২ টি ক্লাশ খুব ভাল করে করাব - এমন চিন্তা কি আমি করেছি? আমি আসলে কি চিন্তা করে প্রোগ্রামিং শেখাতে চেয়েছি? - উত্তরে যেটা পেয়েছি সেটা এরকম - হঠাৎ করে আমার মনে হল এতদিন আমি যা শিখেছি তা অন্য কারওর সাথে কেন শেয়ার করছি না বিশেষ করে যারা ডটনেট এ ক্যারিয়ার তৈরী করতে চাচ্ছে। সবচেয়ে বেশি যে প্রশ্নটি এসেছে সেটি ছিল কোর্স ফি কত? - এই কোর্সটির একটি শর্ত ছিল, বিনামুল্যে কোর্স করাব না।

কিন্তু আমি কোন সিদ্ধান্তও নিতে পারছিলাম না। আমি নিজে নিউ হরাইজনস্‌ থেকে ৩ বছর আগে ১২০০০/= দিয়ে কোর্সটি করেছিলাম। কিন্তু আমি এও বলেছি যে কোচিং সেন্টারগুলোর মতোও চার্জ করব না। অনেক ভেবে চিন্তে কোর্স ফি ধার্জ করলাম ৬০০০/=। আর কোর্স ফি নেয়ার একমাত্র কারন হল, শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েরই একটি তাড়না থাকবে।

কোর্স ফি ডিক্লেয়ার দেয়ার পরপরই হাসান ভাই রেসপন্স করা বন্ধ করে দিলেন। এবং আমার কেন যেন মনে হচ্ছে কোর্স ফি এর জন্যই আর সবাই চুপ মেরে গেছে। অংকন ভাইয়ের কোর্স করানোর "সময়" নিয়ে প্রশ্ন ছিল। উপরে বলে দিয়েছি, শনি এবং রবি - এই দু দিন। সপ্তাহের বাকী ৫ দিন উম্মুক্ত রাখার কারন হল শিক্ষার্থীরা যেন পর্যাপ্ত অনুশীলনের সময় পায়।

একটি কথা যুক্ত করতে চাচ্ছি - কোর্স করানোর সময়টা অবশ্যই সন্ধ্যায়। সময়টা হতে পারে সন্ধ্যা ৬ টা থেকে ৯ টা। আরেকটি প্রশ্ন ছিল। ভেন্যুটা কোথায় হবে? আপাতত কচুক্ষেত জায়গাটার নাম বলছি। বাকিটুকু ইচ্ছুকদের ই-মেইলের মাধ্যমে বলে দেব।

আরেকটি যে ব্যাপার না বললেই নয় সেটি হল, নুন্যতম প্রোগ্রামিং জ্ঞান যেমন সি/সি++ বা পেসকেল বা পি এইচ পি বা ভিজুয়াল বেসিক বা অন্য যে কোন কম্পিউটার ভাষায় পুর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যিক। কারন এই কোর্সের নির্ধারিত ডিউরেশনে একেবারে বেইজ থেকে প্রোগ্রামিং শেখানো সম্ভব নয়। কিন্তু কেউ যদি তাও শিখতে চান তাহলেও যোগাযোগ করতে পারেন। বিশেষ ক্লাশের ব্যবস্থা নেয়া যাবে। সর্বশেষ এবং যে প্রশ্নটি শুধু ১ জন করেছিল - কোর্সটি কবে শুরু হতে যাচ্ছে? আপাতত ঠিক করেছি ১লা ডিসেম্বর, ১২।

এখন দেখা যাক। শিক্ষার্থী দের আগ্রহের উপর পুরো ব্যাপারটি নির্ভর করছে যে কোর্সটি আদৌ শুরু করব কিনা। ----সাময়িক পোষ্ট---- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।