আমাদের কথা খুঁজে নিন

   

জরূরী সাময়িক পোষ্ট :

জরূরী সাময়িক পোষ্ট : আমাদের যৌবনকাল টাতে ফেন্সিডিল ছিলো জাতীয় জনপ্রিয় (!!!) মাদক , এখনকার মতো ইয়াবা টিয়াবা তখন ছিলো না।তো সেই সময়টাতে মফস্বলের শহরগুলোতে কিছু দোকান থাকতো নাম হয়তো "মুক্তি ফার্মেসি" কিন্তু দোকানের ভিতরের দিকে থাকতো ছোট্ট একটা রুম যেখানে লেখা থাকতো "ডাক্তার বসেন" , সেখানে চ্যাংড়া টাইপ কিছু পোলাপাইনের আনাগোনা সারাবছরই থাকতো।কারন সেই রুম থেকেই সাপ্লাই হতো তৎকালীন জনপ্রিয় (!!) মাদক মহাশয়।সেইসব নামসর্বস্ব "মুক্তি ফার্মেসি" গুলোর কল্যানে কত অবুঝের যে সত্যিকারের মুক্তি ঘটছে জীবন থেকে তা অকল্পনীয়। তো আইজকা গ্রামীন ফোনের পাঠানো বেশ কয়েকটা মেসেজ পড়ে আমার সেই পুরোনোদিনের কথা মনে পড়ে গেলো।তাদের পাঠানো অফারগুলো দেখে মনে হইলো এইগুলা তো শুধু নামেই অফার সেই মুক্তি ফার্মেসির মতোই আসলে উদ্দেশ্য তো ভিন্ন , স্রেফ ধান্দাবাজি । অফটপিক : আইচ্ছা কোনো উপায় কি আছে এই মেসেজগুলা না পাবার ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.