আমাদের কথা খুঁজে নিন

   

বহ্নিশিখা থেকে একজনের আর্তনাদ

আমার বিচ্ছিন্ন ভাবনার চিন্তিত ব্লগে স্বাগতম উৎসর্গ : স্বাধীন বাংলাদেশে গার্মেন্টসে অগ্নিকান্ডে নিহত সকলকে একটু আগুন দাও, কয়লা হব । কাঁচা রক্ত মাংসের এই আমাকে আমার রাষ্ট্র চায় না, রাষ্ট্র চায় আমার পোড়া দেহ, আমার কয়লা, আমার সিদ্ধ দেহ । আমার কি মুল্য আছে নাকি? আমার মৃত্যু তো হতে পারতো রাজপথের কংক্রিটের সাথে মিশে যেয়েও, বাসে চাপা পরে, কিংবা ঘরে অপেক্ষারত মায়ের কোলে ফিরে যাওয়ার সময় কোন এক লঞ্চ ডুবিতে অথবা কিংবা র্যাঅব পুলিশের এনকাউন্টারে । তখন হয়তো আমার কাঁচা মৃতদেহ কাটাছেঁড়া হত, লাশ নিয়ে মিছিল হত কান্নায় ভেঙ্গে পরতো স্বজন । হয়তো এজন্যই আমি পুড়ে কয়লা হতে চাই, ছাই হতে যাই, ছাই হয়ে মিশে যেতে চাই এদেশের আকাশে,বাতাসে, অস্তিত্বে ।

যদি আমার মৃতদেহ পোড়ানো হত তাহলে তো আমি ছাইই হতাম অথবা যদি আমাকে কবর দেওয়া হত তাহলেও তো আমি মাটির সাথে মিশেই যেতাম । কিন্তু আমি চাই নাই জীবন্ত পুড়তে । আমি চেয়েছিলাম আমার মৃতদেহে মায়ের হাতের শেষ পরশ অথবা প্রিয়জনের ছায়া । কিন্তু রাষ্ট্র আমাকে জীবন্ত চায় না, স্বাভাবিক মৃত্যু নিশ্চিত করে না । তাই আমি বরং কয়লা হব ।

আমাকে আগুন দাও । আমি এখন ছাই হয়ে বাংলার আকাশ বাতাসে মিশে যাব । যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমিও থাকবো । আর চিৎকার করে বলে যাবো, তোমাদের ক্ষমা করিনি, তোমাদের ক্ষমা করিনি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।