আমাদের কথা খুঁজে নিন

   

খারকানায় অগ্নিদহ শ্রমিকদের মৃত্যুতে আজ জাতীয় শোক দিবস আমাদের করনীয়

সারাদেশে ঢাকা আশুলিয়া গারমেন্স খারকানায় আকস্মিক আগুন লেগে অগ্নিদহে ১১৩ জন শ্রমিকের মৃত্যুতে বাংলাদেশ সরকার প্রস্তাবিত সাংবিধানিক আওতায় আজ দিন কে জাতীয় শোক দিবস হিসাবে ঘোষণা দেন । আজ সরকারী ছুটি , সারাদিন বিভিন্ন রাজনৈতিক , সামাজিক , সাংস্কৃতিক , ও শ্রমিক সংঘটনের লোকেরা তাদের স্মরণে মসজিদ , মাদ্রাসা , ও উম্মুক্ত প্রান্তরে দোয়া , মিলাদ মাহফিল , এবং মৌন চলাচল , প্রতিবাদ সমাবেশ এবং যথাযোগ্য মর্যাদায় তাদের আত্তার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হবে । মিডিয়া সংবাদ মাধ্যম বিশেষ ক্রুঢ় প্ত্র প্রকাশ করবে । জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে । প্রত্যকের গাঁয়ে কাল ব্যজ থাকবে , যা শোকের চিহ্ন বহন করে ।

তাদের নিয়ে কবিতা নিয়তির নির্মম পরিহাস জুটেনা অন্ন যাদের সহজে ফেলে ভারি দীর্ঘশ্বাস । তারাই আজি মৃত্যুর দাবদাহে বাতাসেও লাছের গন্ধ বিশ্ব দেখে যায় নিরবে পরিণতি মানবতা সাজে তাই অন্ধ । খেটে খাওয়া মানুষের স্বপ্ন সাধ কটিন বাঁচার এ লড়াই জীবন সাজাতে কি আভিযোগ লয়ে হলনা তাদের ধরাধামে ঠাই । আজি তাদের বিদেহি আত্মায় আমাদের মুনাজাত বেহেস্ত বাসী হোক সকলে পাক আল্লাহ ও রাছুলের শাফায়াত । আর যেন প্রান এমন অগ্নিদহে না হয় বিনাশ হে ধরণী দিবা হও নিপাত যাক যুলুম আর সর্বনাশ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।