আমাদের কথা খুঁজে নিন

   

স্রস্টা নিশ্চয় শুনতে পান আমাদের এই বোবা চিৎকার

লেম্পপোষ্ট এর বাতি নিভে দিয়ে, জ্বালাতে পারি কৃষ্ণচূড়ায় আগুন শত মানুষের জীবনের বিনিময়ে যদি সস্তা দরে কাপড় পরার সুযোগ পেতে হয়, তবে সেই কাপড় না পরে নগ্ন হয়ে থাকা হাজার গুন ভাল। আর সর্ব শক্তিমান বলে তো কেউ তো একজন নিশ্চয় আছেন। তিনি নিশ্চয় খুব পাষাণ নন। অর্থের লোভে আমরা যারা মানবতার কাপড় খুলে নগ্ন হয়ে যাচ্ছি তিনি যেন আমাদের মনুষ্যত্ব এর কাপড় খানা পরিয়ে দেন। জগত টা ভেতর বাহিরে নগ্ন মানসিকতার মানুষে ভরে যাবে আর আবাল বৃদ্ধ বনিতা এবং স্রস্টা সবাই চেয়ে চেয়ে দেখবে তার চেয়ে বোধয় দুনিয়া নামক বস্তুটা না থাকাই ঢের ভাল। এতো নিষ্পাপ ফুলের মত মানুষ গুলোর মৃত্যু দেখে আপানদের সাথে এই দুটো কথা বলা, আর স্রস্টা নিশ্চয় শুনতে পান আমাদের এই বোবা চিৎকার।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।