আমাদের কথা খুঁজে নিন

   

অণুকাব্য ( কিঞ্চিৎ ১৮+)

হৃদয়ে আমার “একাত্তর” স্বপ্নে দেখি রঙিন ভোর! ১ মেয়ে যখন প্রাইমারি, তখন থেকেই ট্রাই মারি! ২ মাইয়া ভীষণ ঝগড়াটে, কথায় কথায় রগ কাটে ! ৩ যন্তর মন্তর, প্যাঁচে ভরা মন তোর! ৪ প্রেমে পড়েছি সদ্য, তাই লিখেছি পদ্য! ৫ প্রেমের রাজ্যে পৃথিবী অন্ধকারময়, পেত্নীকে দেখলেও হুর-পরী মনে হয়! ৬ দিয়ে ছিলাম কদম ফুল, সেটাই ছিলো প্রথম ভুল! ৭ আমার নাকি ভালোবাসা কম কম ! তোমার টা কি ভালোবাসা ডট কম ? ৮ আম পাতা জোড়া জোড়া, তোমায় দেবো ফুলের তোড়া! ৯ ভালোবাসি তোমাকেই ডুবি-ভাসি তোমাতেই! ১০ ডেকে ছিলো ইশারায়, মিষ্টি মেয়ে নিশা রায়! ১১ তোমার হাতে আই ফোন, আমার হাতে নাই ফোন! ১২ বলছি তোমায় সংক্ষেপে, বাসি ভালো মন থেকে! ১৩ মেয়েদের মুখে এক অন্তরে আরেক, ছ্যাকা খায় মোবারক বর হয় তারেক! ১৪ তোর মন বোঝা দায়! আমারটা কি বোঝা যায়? ১৫ কিসের মধ্যে কি? মনের মধ্যে she! ১৬ প্রহর গুনি সারাটা দিন, আমার ডাকে সাড়াটা দিন? ১৭ প্রেম! সেতো- হ য ব র ল, বায়বীয়,কঠিন তরল ও! ১৮ চেয়ে থাকি অপলক, চোখাচোখি সফল হোক! ১৯ ক্যামন আছিস পরী? ছিলাম, আছি তোর-ই! ২০ ঘুমহীন কতো রাত! গত রাত শত রাত! ২১ সবটাই জুড়ে তুমি, কাছে তুমি দূরে তুমি! ২২ স্বপ্ন গুলো ভীষণ রকম ঘোলাটে, তোমার ছবি মনের রঙিন মলাটে! ২৩ মুছেই গেলো গোপন ক্ষত! আমিও কি তোমার মতো? ২৪ ঠোঁটে ঠোঁট রাত ভর, এভাবেই কাকভোর! ২৫ এবারের এই বসন্তে - বিয়া করবি কসম দে? ২৬ তোমার ভেতর বসত করি, এটাই আমার বসত বাড়ী! ২৭ ফুল গুলো যাক ফুটে, ভুল গুলো যাক ঠোঁটে! ২৮ প্রেম-পিরিতির নিয়ম-ই তো, ছ্যাকা খাবি নিয়মিত! ২৯ কথায় কথায় ঝাড়ি, তোমার সঙ্গে আড়ি! ৩০ একটাই রাত আমি তুমি, হরেক রকম দুষ্টুমি! ৩১ আমি প্রেম সৈনিক প্রেমে পড়ি দৈনিক! ৩২ ছুটি নিয়ে আজই অফিস, চলো যাই কাজী অফিস! ৩৩ আসলে আসুক ফাগুন, প্রেমের খেতায় আগুন! ৩৪ প্রেমের তরী নড়বড়ে, কণে উধাও বর ঘরে! ৩৫ আমার মনের ক্যানভাসে, তোমার ছবি ক্যান ভাসে ? ৩৬ যতো খুশি ছ্যাকা দিক, প্রেম করবো একাধিক! ৩৭ প্রেমের মরা ডোবেনা নাকি জলে! এমন কথা কোন্ বেকুবে বলে? ৩৮ সাগরের বুকে বাঁকা জল, দহনের বুকে দাবানল! ৩৯ মন কেড়েছে কিশোরী, দহন-এ কয় কি করি? (ভেবে ছিলাম আমার ৫০তম পোস্টে, আমার লেখা অণুকাব্য গুলো থেকে আমার পছন্দের গুলো বাছাই করে একটা "নির্বাচিত অণুকাব্য" টাইপ পোস্ট দিবো! কিন্তু, শেষ পর্যন্ত তা হয়ে উঠেনি! তাই আজ দিয়ে দিলাম! সত্যি দুঃখিত,এই ধরণের সস্তা এবং অখাদ্যটাইপ কিছু লেখা উপহার দেয়ার জন্য! সকলের নিকট ক্ষমা প্রার্থী)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।